ছোটদের বিপরীত শব্দ | প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিপরীত শব্দ

এই পোস্টে ছোটদের বিপরীত শব্দ অর্থাৎ চতুর্থ শ্রেণীর বিপরীত শব্দ এবং তৃতীয় শ্রেনীর বিপরীত শব্দের তালিকা প্রদান করা হয়েছে।
ছোটদের বিপরীত শব্দ তালিকা

ছোটদের বিপরীত শব্দ তালিকা

যেকোনো শব্দের বিপরীত অর্থ, অর্থাৎ বিপরীত অর্থযুক্ত শব্দকে "বিপরীত শব্দ" বলা হয়। সহজ ভাষায় এমন শব্দগুলোকে বিপরীত শব্দ এবং বিপরীতার্থক শব্দ বলা হয় যেগুলো একে অপরের উল্টো অর্থ প্রকাশ করে। এই পোস্টে আমরা ছোটদের বিপরীত শব্দ অর্থাৎ তৃতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেনীর বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব এবং এই পোস্টে ক্লাস ৪ এর শিক্ষার্থীদের জন্য বিপরীত শব্দের তালিকা প্রদান করা হয়েছে। এই বাংলা বিপরীত শব্দ ভান্ডার তাদের পরীক্ষা ও নিত্য অভ্যাসে কাজে লাগবে। আসুন দেখে নেই ক্লাস ৪ এর বাংলায় "বিপরীত শব্দ"। সমার্থক শব্দ সম্পর্কে, এই পোস্টটিও অনুশীলন করুন।

চতুর্থ শ্রেনীর বিপরীত শব্দ

চতুর্থ শ্রেনীর বিপরীত শব্দ

1. মস্ত - ক্ষুদ্র
2. বাইরে - ভিতরে
3. লম্বা - খাটো
4. ব্যাস্ত - অলস
5. নিশ্বাস - প্রশ্বাস
6. সর্বনাশ - সমৃদ্ধি
7. দূর - নিকট
8. আজি - কাল
9. ছোট - বড়ো
10. হেসে - কেদে
11. শুরু - শেষ
12. তলায় - উপরে
13. গরম - ঠাণ্ডা
14. দুঃখ - সুখ
15. দুরন্ত - শান্ত
16. ভয় - সাহস
17. বন্ধ - খোলা
18. দাদি - দাদা
19. মামি - মামা
20. ছোটবোন - ছোটভাই
21. দিদিমা - দাদু
22. বড়ছেলে - বড়মেয়ে
23. দিদি - দাদা
24. বালিকা - বালক
25. বর - বধূ
26. বৃদ্ধা - বৃদ্ধ
27. বান্ধবী - বন্ধু
28. লক্ষীছেলে - লক্ষীমেয়ে
29. চাচী - চাচা
30. সাহস - ভয়
31. দুষ্টু - শিষ্ট
32. যত্ন - অযত্ন
33. নামা -ওঠা
34. আরম্ভ - শেষ
35. সম্ভব - অসম্ভব 
36. কষ্ট - সুখ
37. মন্দ - ভালো
38. দুর্বল - সবল
39. কিছু - অনেক
40. সুস্থির - অস্তির
41. অভ্যেস - অনভ্যেস
42. আধাআধি - পুরোপুরি
43. মজবুত - ঠুনকো
44. ঘুম - জাগরণ
45. ভিড় - খালি
46. অধীর - ধীর
47. হিংস্র - কোমল
48. প্রবল - দুর্বল
49. স্পষ্ট - অস্পষ্ট
50. দৃঢ় - শিথিল
তৃতীয় শ্রেণীর বিপরীত শব্দ

তৃতীয় শ্রেণীর বিপরীত শব্দ

1. সম্মান - অসম্মান
2. লজ্জা - গৌরব
3. শিক্ষা - অশিক্ষা
4. উচিত - অনুচিত
5. সঙ্কুচিত - প্রসারিত
6. অনেক - অল্প
7. দিন - রাত
8. ঘন - পাতলা
9. সুখ - দূঃখ
10. ঠাণ্ডা - গরম
11. মস্ত - ক্ষুদ্র
12. রাত - দিন
13. বড়ো - ছোট
14. আগে - পড়ে
15. যেত - আসত
16. অনেক - অল্প
17. গাঁ - শহর
18. উচু - নিচু
19. এক - অনেক
20. সামনে - পিছনে
21. মিথ্যা - সত্য
22. বাঁধা - খোলা
23. বোঝাই - খালি
24. মিথ্যে - সত্য
25. সন্ধ্যে - ঊষা
26. দেশে - বিদেশে
27. বিরাট - ক্ষুদ্র
28. পেছনে - সামনে
29. বন্ধ - খোলা
30. ঠিক - ভুল
31. দিন - রাত
32. দূরে - কাছে
33. আছে - নেই
34. ছোট - বড়ো
35. একদল - বহুদল
36. নিচে - উপরে
37. ভিজে - শুকনো
38. দিন - রাত
39. সুখ - দুঃখ
40. শান্তি -অশান্তি 
41. গভীর - অগভীর
42. অল্প - বেশি
43. সুন্দর - কুৎসিত
44. খুশি - অখুশি
45. অনেক - অল্প
46. আলাদা - একই
47. ঘুম - জাগরণ
48. ভেঙে - আস্ত
49. ঘরে - বাইরে
50. আজ - কাল
51. ওঠে - নামে

দ্বিতীয় শ্রেণীর বিপরীত শব্দ

1. দেশের - বিদেশের
2. পুণ্য - পাপ
3. বর - কনে 
4. কাজ - অকাজ
5. রাজা - প্রজা
6. দৌড়ে - হেঁটে
7. সাধ্য - অসাধ্য 
8. সস্তা - দামি
9. ভিড় - ফাঁকা
10. শীত - গ্রীষ্ম
11. বন্যা - খরা 
12. সন্ধ্যা - সকাল 
13. খুঁত - নিখুঁত 
14. নিন্দা - প্রশংসা 
15. ক্ষতি - লাভ
16. মেঘ - রোদ
17. মিছিমিছি - সত্যি সত্যি
18. বন্ধ – খোলা 
19. ভয় - সাহস 
20. ভেঙে - গড়ে 
21. শীঘ্র - দেরী 
22. আশ্রয় - নিরাশ্রয় 
23. অনন্ত - অন্ত
24. দুরন্ত - শান্ত 
25. বিশ্রী - সুশ্রী
26. ক্লান্ত - অক্লান্ত 
27. ব্যবস্থা - অব্যবস্থা
28. সস্তা - দামি 
29. সুস্থ - অসুস্থ 
30. আগ্রহ - অনাগ্রহ
31. উত্তম - অধম
32. কান্না - হাসি
33. শিষ্ট - অশিষ্ট 
34. বাঁচি - মরি 
35. নিশ্চিন্ত - চিন্তিত 
36. মস্ত - ক্ষুদ্র 
37. আকাশ - পাতাল 
38. পরিষ্কার - অপরিষ্কার 
39. নিবিয়ে - জ্বালিয়ে
40. কিঞ্চিৎ - অনেক
41. উপকার - অপকার 
42. অধর্ম - ধর্ম 
43. যত্ন - অযত্ন
44. লম্বা - বেঁটে
45. শুক্লপক্ষের - কৃষ্ণপক্ষের 
46. ভেঙ্গে - জুড়ে 
47. যুদ্ধ - শান্তি
48. চাকর - মনিব 
49. ঠান্ডা - গরম
50. উত্থান - পতন 

প্রথম শ্রেণীর বিপরীত শব্দ 

1. আছে - নেই
2. এইখানে - ওইখানে
3. জলে - খুলে
4. ভরা - খালি
5. দেয় - নেয়
6. ধরে - ছাড়ে
7. আলো - অন্ধকার
8. তাতে - এতে
9. বুড়ি - বুড়ো
10. আনে - নিয়ে যায়
11. জাগে - ঘুমায়
12. চারিদিক - একদিক
13. কালো - সাদা
14. রাত্রি - দিন
15. হাসে - কাঁদে
16. খুঁজি - হারাই
17. আসবে - যাবে
18. বেচে - কেনে
19. আজ - কাল
20. ঘণ - পাতলা
21. এল - গেল
22. ঢাকা - খোলা
23. আঁকাবাঁকা - সোজা
24. ডোবা - ভাসা
25. আধো - পূর্ণ
26. দেরি - তাড়াতাড়ি
27. ঘরে - বাহিরে
28. সরু - মোটা
29. বাঁকা - সোজা
30. পিছে - আগে
31. অচল - সচল
32. ফিরে - পৌঁছে
33. ছায়া - রোদ 
34. রেগে - শান্ত
35. বিশ্রী - সুশ্রী
36. হ্রস্ব - দীর্ঘ
37. তাল - বেতাল
38. উষা - গোধূলি
39. পাকা - কাঁচা
40. সকালবেলা - সন্ধ্যাবেলা
41. আমাদের - তোমাদের
42. চুপিচুপি - হেঁকেডেকে
43. গ্রাম - শহর
44. উঁচু - নীচু
45. খুশি - দুঃখ
46. নেব - দেব
47. শুরু - শেষ
48. আগায় - গোড়ায়
49. ভিতর - বাহির
50. ভালো - খারাপ

আরও পড়ুনঃ

কথোপকথনে যোগ দিন