স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ কয়টি ও কী কী

এই পোস্টে আমরা স্বরবর্ণ কাকে বলে, বাংলা স্বরবর্ণ কয়টি ও কি কি, স্বরবর্ণ কয় প্রকার, মৌলিক স্বরবর্ণ ও যৌগিক স্বরবর্ণ কয়টি আলোচনা করা হয়েছে।
স্বরবর্ণ কাকে বলে

এই পোস্টে আমরা স্বরবর্ণ কাকে বলে, বাংলা স্বরবর্ণ কয়টি ও কি কি, স্বরবর্ণ কয় প্রকার, মৌলিক স্বরবর্ণ কয়টি, যৌগিক স্বরবর্ণ কয়টি ইত্যাদি নিয়ে আলোচনা করব। স্বরবর্ণ বাংলা ভাষার একটি গুরুত্বপুর্ণ অংশ স্বরবর্ণ কাকে বলে তা জানা আমাদের ভীষণ দরকার এবং স্বরবর্ণ কাকে বলে এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় আসে তাই আসুন জেনে নেওয়া যাক বাংলা স্বরবর্ণ।

স্বরবর্ণ কাকে বলে?

যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে এবং ব্যঞ্জনবর্ণ উচ্চারণে সাহায্য করে তাদের স্বরবর্ণ বলে যেমন: অ,আ,ই,ঈ,উ,ঊ,ঋ,এ,ঐ,ও,ঔ

স্বরবর্ণ কয়টি ও কি কি

বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি ও কি কি

বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা ১১ টি।
বাংলা ভাষায় স্বরবর্ণ গুলি হলো - অ, আ, ই, ই, উ, এ, ঋ, এ, ঐ, ও, ঔ

স্বরবর্ণ কয় প্রকার ও কি কি

স্বরবর্ণ দুই প্রকার ১) মৌলিক স্বরবর্ণ ২) যৌগিক স্বরবর্ণ 
নিচে মৌলিক স্বরবর্ণ ও যৌগিক স্বরবর্ণ সম্পর্কে বিস্তরিত আলোচনা করা হলো।

মৌলিক স্বরবর্ণ কয়টি ও কি কি?

বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণের সংখ্যা ৭ টি। যথা - অ, আ, ই, ঈ, এ, অ্যা, ও এইগুলি হলো মৌলিক স্বরবর্ণ

যৌগিক স্বরবর্ণ কয়টি ও কি কি?

বাংলা বর্ণমালায় যৌগিক স্বরবর্ণের সংখ্যা ২ টি। যথা - ঐ, ঔ এই দুটি স্বরবর্ণকে যৌগিক স্বরবর্ণ বলে

মাত্রা যুক্ত স্বরবর্ণ কয়টি ও কি কি

মাত্রা যুক্ত স্বরবর্ণের সংখ্যা ৭ টি। যথা - অ, আ, ই, ই, উ ,এ, ঋ

অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি ও কি কি

অর্ধমাত্রা স্বরবর্ণ ১ টি। যথা - ঋ

পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি ও কি কি

পূর্ণমাত্রার স্বরবর্ণের সংখ্যা ৬ টি। অ, আ, ই, ই, উ, ঊ

মাত্রাহীন স্বরবর্ণ কয়টি ও কি কি

মাত্রাহীন স্বরবর্ণ ৪ টি যথা - এ, ঐ, ও, ঔ

পরিশেষে আমরা বলতে পারি আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা জানলাম স্বরবর্ণ কাকে বলে কত প্রকার ও কি কি। যদি আমাদের এই পোষ্টটি আপনাদের ভালো লেগে থাকলে পোষ্টটি অবশ্যই শেয়ার করবেন। এছাড়া, এই লেখাটি নিয়ে যদি কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

১টি মন্তব্য

You cannot reply to comments if the comment location is not embedded

  1. ২১ ফেব্রুয়ারী, ২০২৪ এ ১০:২৬ PM
    ভই আপনাদের এখানে স্বরবর্ন ভুল আছে একটু দেখিয়েন