অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কাকে বলে?
অক্ষাংশ কাকে বলে
অক্ষাংশ হলো পৃথিবীর নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন বিন্দু এবং পৃথিবীর নিরক্ষীয় তলের কৌণিক দূরত্ব। যেমন: কলকাতার অবস্থান 22⁰34’ উত্তর অক্ষাংশ। এর অর্থ হলো, কলকাতা নিরক্ষরেখার উত্তরে অবস্থিত।
নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ক্রমবর্ধমান ০° থেকে ৯০° পর্যন্ত মোট ১৮০ টি অক্ষাংশ রয়েছে। একই অক্ষরেখায় অবস্থিত সমস্ত স্থানের অক্ষাংশ সমান।
অক্ষাংশের গুরুত্ব
১) অক্ষাংশের মাধ্যমে কোনো স্থানের উত্তর-দক্ষিণ অবস্থান নির্ধারণ করা যায়।
২) অক্ষাংশের সাথে সাথে দিনের দৈর্ঘ্য, সূর্যের কিরণপাতের কোণ, ঋতু পরিবর্তন, জলবায়ু, উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য ইত্যাদির পরিবর্তন ঘটে।
৩) মানচিত্র তৈরি এবং নৌচালনার ক্ষেত্রে অক্ষাংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দ্রাঘিমাংশ কাকে বলে
দ্রাঘিমাংশ হলো মূলমধ্যরেখা থেকে পৃথিবীর পৃষ্ঠের পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোনো বিন্দুর কৌণিক দূরত্ব কে বোঝায়। যেমন: কলকাতার দ্রাঘিমাংশ 88⁰30' পূর্ব অর্থাৎ কলকাতা গ্রিনউইচের তুলনায় পূর্ব দিকে অবস্থিত।
বিষুবরেখা থেকে পূর্ব ও পশ্চিম দিকে ক্রমবর্ধমান ০° থেকে ১৮০° পর্যন্ত মোট ৩৬০ টি দ্রাঘিমাংশ রয়েছে। সর্বনিম্ন দ্রাঘিমাংশ এর মান ০⁰ এবং সর্বোচ্চ দ্রাঘিমাংশ ১৮০°। একই দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত সমস্ত স্থানেরই দ্রাঘিমাংশ সমান হয়।
দ্রাঘিমাংশের গুরুত্ব
১) দ্রাঘিমাংশের মাধ্যমে কোনো স্থানের পূর্ব-পশ্চিম অবস্থান নির্ধারণ করা যায়।
২) দ্রাঘিমাংশের সাথে সাথে সময় পরিবর্তন, দিনের দৈর্ঘ্য, জোয়ার-ভাটা, পৃথিবীর আবর্তনের গতি ইত্যাদির পরিবর্তন ঘটে।
৩) মানচিত্র তৈরি এবং নৌচালনার ক্ষেত্রে দ্রাঘিমাংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কথোপকথনে যোগ দিন