মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল MCQ | Madhyamik geography mcq chapter 2

মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ুর স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন প্রশ্ন উত্তর Madhyamik Geography chapter 2
মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 2025

মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল

মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 2025 WBBSE Madhyamik Geography chapter 2 MCQ question and answers. মাধ্যমিক ভূগোল এর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হলো। নিচে দেওয়া এই প্রশ্নগুলি আগামী 2025 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় খুবই আসার সম্ভবনা রয়েছে। তোমারা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা নিচে দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়লে নিশ্চয়ই অনেক ভালো রেজাল্ট করতে পারবে। 

WBBSE Madhyamik Geography chapter 2 MCQ


প্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হল-
a) থার্মোস্ফিয়ারে
b) ম্যাগনেটোস্ফিয়ারে
c) ট্রপোস্ফিয়ারে
d) মেসোস্ফিয়ারে
উঃ থার্মোস্ফিয়ারে

প্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট প্লেন চলে সেটি হল –
a) মেসোস্ফিয়ার
b) আয়নোস্ফিয়ার
c) ট্রপোস্ফিয়ার
d) স্ট্যাটোস্ফিয়ার
উঃ স্ট্যাটোস্ফিয়ার

প্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি সেটি হল –
a) ট্রপোস্ফিয়ার
b) আয়নোস্ফিয়ার
c) এক্সোস্ফিয়ার
d) ম্যাগনেটোস্ফিয়ার
উঃ এক্সোস্ফিয়ার

প্রশ্ন: স্ট্র্যাটোস্ফিয়ারে ও ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলা হয়-
a) মেসোপজ
b) স্ট্র্যাটোপজ
c) ট্রপোপজ
d) আয়নোপজ
উঃ ট্রপোপজ

প্রশ্ন: মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার তাপমাত্রা হল -
a) – ১৩ ° C
b) -৬৩ ° C
c) ০ ° C
d) ১২০০ ° C
উঃ – ১৩ ° C

প্রশ্ন: বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিহত হয় তা হল — 
a) আয়নোস্ফিয়ার
b) এক্সোফিয়ার
c) মেসোস্ফিয়ার
d) স্ট্র্যাটোস্ফিয়ার
উঃ আয়নোস্ফিয়ার

প্রশ্ন: বায়ুমণ্ডলে গড় জলীয় বাষ্পের পরিমাণ প্রায় –
a) ০.৫-১.০০ %
b) ১.০০–২.০০ %
c)  ০–০.৫ % 
d) ০.৫-০.৮%
উঃ ০.৫-০.৮%

প্রশ্ন: মেরুপ্রভা হয় -
a) ট্রপোস্ফিয়ারে
b) ম্যাগনেটোস্ফিয়ারে
c) মেসোস্ফিয়ারে
d) আয়নোস্ফিয়ারে
উঃ আয়নোস্ফিয়ারে

প্রশ্ন: বায়ুমণ্ডলের যে উচ্চতায় ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট অবস্থান করে সেটি হল –
a) ৯০ কিমি 
b) ১০,০০০ কিমি
c) ৪০০০ কিমি
d) ৪০০০০ কিমি
উঃ ৪০০০ কিমি

প্রশ্ন: যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় তা হল –
a) মেসোস্ফিয়ার
b) আয়নোস্ফিয়ার
c) স্ট্র্যাটোস্ফিয়ার
d) এক্সোস্ফিয়ার
উঃ মেসোস্ফিয়ার

প্রশ্ন: থার্মোস্ফিয়ার স্তরটি যে স্তরের অন্তর্গত -
a) এক্সোস্ফিয়ার
b) স্ট্যাটোস্ফিয়ার
c) মেসোস্ফিয়ার
d) আয়নোস্ফিয়ার
উঃ মেসোস্ফিয়ার

প্রশ্ন: ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার হল প্রায়
a) ১০,০০০ কিমি . পর্যন্ত
b) ৯০০০ কিমি . পর্যন্ত
c) ৭০০০ কিমি . পর্যন্ত
d) ৫০০০ কিমি . পর্যন্ত
উঃ ১০,০০০ কিমি . পর্যন্ত

প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরটিকে ‘ শান্তমণ্ডল ‘ বলা হয় ?
a) ট্রপোস্ফিয়ার
b) আয়নোস্ফিয়ার
c) মেসোস্ফিয়ার
d) স্ট্র্যাটোস্ফিয়ার
উঃ মেসোস্ফিয়ার

প্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তরে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় সেটি হল-
a) ট্রপোস্ফিয়ারে
b) থার্মোস্ফিয়ারে
c) মেসোস্ফিয়ারে
d) স্ট্র্যাটোস্ফিয়ারে
উঃ ট্রপোস্ফিয়ারে

প্রশ্ন: বায়ুমণ্ডলীয় যে স্তরটি ‘ ক্ষুব্বন্তর ‘ নামে পরিচিত তা হল –
a) ম্যাগনেটোস্ফিয়ার
b) ট্রপোস্ফিয়ার
c) স্ট্র্যাটোস্ফিয়ার
d) এক্সোস্ফিয়ার
উঃ ট্রপোস্ফিয়ার

প্রশ্ন: কোথায় ওজোন গহ্বর তৈরি হয়েছে?
a) কুমেরু অঞ্চলে
b) নিরক্ষীয় অঞ্চলে
c) ক্রান্তীয় অঞ্চলে
d) সুমেরু অঞ্চলে
উঃ কুমেরু অঞ্চলে

প্রশ্ন: বায়ুমণ্ডল এর হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ অংশ হল -
a) পারমাণবিক অক্সিজেন স্তর
b) পারমাণবিক হাইড্রোজেন স্তর
c) অজৈব নাইট্রোজেন স্তর
d) হিলিয়াম স্তর
উঃ পারমাণবিক অক্সিজেন স্তর

প্রশ্ন: বায়ুমণ্ডল এর ৯৭% পদার্থ অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে প্রায় —
a) ০–২৯ কিমির মধ্যে
b) ২৯–৫০ কিমির মধ্যে 
c) ৮০-১০০ কিমির মধ্যে
d) ৫০-৮০ কিমির মধ্যে
উঃ ০–২৯ কিমির মধ্যে

প্রশ্ন: আকাশকে নীল দেখায় কারণ –
a) বায়ুমণ্ডলে CO₂ – এর উপস্থিতির জন্য
b) বায়ুমণ্ডলে ধূলিকণা – এর উপস্থিতির জন্য
c) বায়ুমণ্ডলে জলীয় বাষ্প – এর উপস্থিতির জন্য
d)  বায়ুমণ্ডলে O₂ – এর উপস্থিতির জন্য 
উঃ বায়ুমণ্ডলে ধূলিকণা – এর উপস্থিতির জন্য

প্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় সেটি হল-
a) মেসোস্ফিয়ার
b) আয়নোস্ফিয়ার
c) ট্রপোস্ফিয়ার
d) স্ট্র্যাটোস্ফিয়ার
উঃ ট্রপোস্ফিয়ার


প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি –
a) থর
b) সাহারা
c) কালাহারি
d) আটাকামা
উঃ সাহারা

প্রশ্ন: পৃথিবীর গড় তাপমাত্রা কত?
a) ১০° সে 
b) ১৫° সে 
c) ২০° সে 
d) ২৫° সে 
উঃ ১৫° সে

প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি?
a) তুর্কিস্তান
b) থর
c) আরব
d) তুর্কিস্তান
উঃ গোবি

প্রশ্ন: যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় সেটি হল -
a) 30%
b) 34%
c) 35%
d) 64%
উঃ 34%

প্রশ্ন: পৃথিবীর শুষ্কতম মরুভূমি হল –
a) তুর্কিস্তান
b) আটাকামা
c) লাডাক
d) গোবি
উঃ আটাকামা

প্রশ্ন: নিরক্ষরেখার উত্তরদিকে সমোষ্ণরেখাকে উষ্ণমণ্ডলের সীমারেখা ধরা হয় তা হল -
a) 32% সে
b) 35% সে
c) 27% সে
d) 30% সে
উঃ 27% সে

প্রশ্ন: ভারতের কোন রাজ্যে বায়ুকার্যের দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে ?
a) মধ্যপ্রদেশ
b) উত্তরপ্রদেশ
c) রাজস্থান
d) বিহার
উঃ রাজস্থান

প্রশ্ন: যে পরিমাণ আগত সুর্যরশ্নির পৃথিবী প্রতক্ষ্যভাবে শোষণ করে -
a) 19 ভাগ
b) 23 ভাগ
c) 47 ভাগ
d) 5 ভাগ
উঃ 19 ভাগ

প্রশ্ন: আফ্রিকার মরু অঞ্চলে প্লায়া হ্রদকে কি বলা হয় ?
a) বোলসন
b) স্যালিনা
c) ধান্দ
d) শস 
উঃ ধান্দ

প্রশ্ন: পৃথিবীর সৌর ধ্রুবকের পরিমাণ কত?
a) 2.5 ক্যালোরি/বর্গকিমি
b) 1.94 ক্যালোরি/বর্গকিমি
c) 20.5 ক্যালোরি/বর্গকিমি
d) 19.5 ক্যালোরি/বর্গকিমি
উঃ 1.94 ক্যালোরি/বর্গকিমি

প্রশ্ন: রাজস্থানে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলা হয় - 
a) ধান্দ
b) ধ্রিয়ান
c) বোলসন
d) শটস
উঃ ধান্দ

প্রশ্ন: মোট কার্যকরী সৌররশ্নির পরিমাণ
a) 66%
b) 47%
c) 34%
d) 76%
উঃ 66%

প্রশ্ন: লোয়েস সমভূমি কোথায় দেখতে পাওয়া যায়?
a) আমুর অববাহিকা
b) নীলনদের অববাহিকা
c) হোয়াংহো
d) ইংয়াংসিকিয়াং
উঃ হোয়াংহো

প্রশ্ন: নিচের কোনটি শীতল স্থানীয় বায়ু –
a) পম্পেরো
b) সিরোক্কো
c) খামসিন
d) লু
উঃ পম্পেরো

প্রশ্ন: ‘ Defiation ‘ বলতে কি বোঝায়? 
a) বায়ুর অপসারণ প্রক্রিয়া
b) বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া
c) বায়ুর ঘর্ষণ প্রক্রিয়া
d) বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া
উঃ বায়ুর অপসারণ প্রক্রিয়া

প্রশ্ন: উঁচু আকাশের পশ্চিমা বায়ু কাকে বলে?
a) ট্রপোপজ
b) পশ্চিমা বায়ু
c) জেট বায়ু
d) আয়ন বায়ু
উঃ জেট বায়ু

প্রশ্ন: বায়ুপ্রবাহে বাহিত ছোটো শিলাখণ্ডের পারস্পর ঠোকাঠুকিকে বলা হয় –
a) অপসারণ
b) ঘর্ষণ
c) উপলেপন
d) অবঘর্ষ
উঃ ঘর্ষণ

প্রশ্ন: ভূপৃষ্ঠ থেকে কত কিমি ওপরে জেট বায়ু অবস্থান করে ?
a) 9-12 কিমি ওপরে  
b) 1-2 কিমি ওপরে
c) 5-8 কিমি ওপরে
d) 15 কিমি ওপরে
উঃ 9-12 কিমি ওপরে  

প্রশ্ন: যে প্রক্রিয়ায় দ্বারা শিলাস্তরে আঁচড়কাটার মতো দাগ পড়ে –
a) অবঘর্ষ প্রক্রিয়া
b) অধিগ্রহণ প্রক্রিয়ায়
c) অপসারণ প্রক্রিয়া
d) ঘর্ষণ প্রক্রিয়া
উঃ অবঘর্ষ প্রক্রিয়া

প্রশ্ন: জেট বায়ু হল একপ্রকার
a) আকস্মিক বায়ু
b) নিয়ত বায়ু
c) জিওস্ট্রফিক বায়ু
d) স্থানীয় বায়ু
উঃ জিওস্ট্রফিক বায়ু

প্রশ্ন: ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তর কোনটি?
a) মেসোস্ফিয়ার
b) স্ট্র্যাটোস্ফিয়ার
c) থার্মোস্ফিয়ার
d) ট্রপোস্ফিয়ার
উঃ ট্রপোস্ফিয়ার

প্রশ্ন: বায়ুমণ্ডলের তাপের প্রধান উৎস কি?
a) কার্বন ডাইঅক্সাইড
b) সূর্য
c) ওজোন গ্যাস
d) পৃথিবী
উঃ সূর্য

প্রশ্ন: নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার কত ?
a) সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিমি উচ্চতায়
b) সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ কিমি উচ্চতায়
c) সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ কিমি উচ্চতায়
d) সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিমি উচ্চতায়
উঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ কিমি উচ্চতায়

প্রশ্ন: কোন গোলার্ধে সমোয়রেখাগুলির বক্রতা বেশি ?
a) পূর্ব গোলার্ধে 
b) দক্ষিন গোলার্ধে
c) পশ্চিম গোলার্ধে
d) উত্তর গোলার্ধে
উঃ উত্তর গোলার্ধে

প্রশ্ন: ভূপৃষ্ঠ থেকে ১১০০ – ৩৫০০ কিমি উচ্চতায় বায়ুমণ্ডলে কোন গ্যাসীয় উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়
a) অক্সিজেন
b) হিলিয়াম
c) নাইট্রোজেন
d) হাইড্রোজেন
উঃ হিলিয়াম

প্রশ্ন: সূর্যরশ্মি লম্বভাবে পড়লে তাপমাত্রা -
a) কমে যায়
b) বেড়ে যায়
c) একই থাকে
d) কোনোটিই নয়
উঃ বেড়ে যায়

প্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ করা যায় তা হল – 
a) মেসোস্ফিয়ারে
b) ট্রপোস্ফিয়ারে
c) থার্মোস্ফিয়ারে
d) স্ট্র্যাটোস্ফিয়ারে
উঃ স্ট্র্যাটোস্ফিয়ারে

প্রশ্ন: সমান উষ্ণতা যুক্ত স্থানাবিন্দুর সংযোগকারী রেখাকে বলা হয় -
a) সমবর্ষণরেখা
b) সমচাপরেখা
c) ভোরবেলা
d) সময়রেখা
উঃ সময়রেখা

প্রশ্ন: ওজোন গ্যাসে অক্সিজেনের ক – টি পরমাণু থাকে ? 
a) ১ টি 
b) ২ টি 
c) ৩ টি 
d) ৪ টি
উঃ ৩ টি 


প্রশ্ন: বায়ুমণ্ডলের সর্বশেষ যে স্তরে উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা কমে তা হল –
a) থার্মোস্ফিয়ার
b) টপোস্ফিয়ার
c) এক্সোস্ফিয়ার
d) মেসোস্ফিয়ার
উঃ মেসোস্ফিয়ার

প্রশ্ন: সূর্য থেকে আগত ‘ UV – Ray ‘ কোন বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানটি শোষণ করে ?
a) ওজোন গ্যাস
b) হাইড্রোজেন
c) অক্সিজেন
d) নাইট্রোজেন
উঃ ওজোন গ্যাস

প্রশ্ন: কোন এককে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ?
a) মিলিবার এককে
b) নট এককে
c) ডবসন এককে
d) কিলোগ্রাম এককে
উঃ ডবসন এককে

প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ করা যায় ?
a) মেসোস্ফিয়ার
b) স্ট্যাটোস্ফিয়ার
c) আয়নোস্ফিয়ার
d) ট্রপোস্ফিয়ার
উঃ মেসোস্ফিয়ার

প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় ?
a) ম্যাগনেটোস্ফিয়ারে
b) ট্রপোস্ফিয়ারে
c) এক্সোস্ফিয়ারে
d) মেসোস্ফিয়ারে
উঃ মেসোস্ফিয়ারে

প্রশ্ন: মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত ? 
a) ৮ কিমি 
b) ১৮ কিমি
c) ৫০ কিমি
d) ৮০ কিমি
উঃ ৮ কিমি 

প্রশ্ন: কোন দুটি স্তরের মাঝে ট্রপোপজ স্তরটি দেখা যায় ? 
a) স্ট্যাটোস্ফিয়ার – মেসোস্ফিয়ার
b) মেসোস্ফিয়ার – থার্মোস্ফিয়ার
c) সমমণ্ডল – বিষমমণ্ডল
d) ট্রপোস্ফিয়ার – স্ট্যাটোস্ফিয়ার
উঃ স্ট্যাটোস্ফিয়ার – মেসোস্ফিয়ার

প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ও ঝড় বৃষ্টি হয় ?
a) টপোস্ফিয়ার
b) ম্যাগনেটোস্ফিয়ার
c) মেসোস্ফিয়ার
d) স্ট্যাটোস্ফিয়ার
উঃ স্ট্যাটোস্ফিয়ার

প্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তরটিকে শান্তমণ্ডল বলা হয় –
a) মেসোস্ফিয়ার
b) স্ট্যাটোস্ফিয়ার
c) থার্মোস্ফিয়ার
d) ট্রপোস্ফিয়ার
উঃ স্ট্যাটোস্ফিয়ার

প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুদূষণ সৃষ্টিকারী গ্যাসগুলি অবস্থান করে ?
a) স্ট্র্যাটোস্ফিয়ার
b) মেসোস্ফিয়ার
c) আয়নোস্ফিয়ার
d) ট্রপোস্ফিয়ার
উঃ ট্রপোস্ফিয়ার

প্রশ্ন: বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি ?
a) মেসোস্ফিয়ার
b) এক্সোস্ফিয়ার
c) ম্যাগনেটোস্ফিয়ার
d) আয়নোস্ফিয়ার
উঃ ম্যাগনেটোস্ফিয়ার

প্রশ্ন: সূর্যকিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না তাকে কি বলে ?
a) ইনসোলেশন
b) অ্যালবেডা
c) Heat Budget
d) Solar Constant
উঃ অ্যালবেডা

প্রশ্ন: পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?
a) ৬৬ % 
b) ১৯ %
c) ৩৪ %
d) ৪৭ %
উঃ ৩৪ %

প্রশ্ন: কার্যকারী সৌর বিকিরণের মোট পরিমাণ কত?
a) ৬৬ % 
b) ১৯ %
c) ৪৭ % 
d) ৩৪ %
উঃ ৬৬ % 

প্রশ্ন: কত পরিমাণ কার্যকারী সৌর বিকিরণ ভূপৃষ্ঠ সরাসরি শোষণ করে ?
a) ১৯ %
b) ৪৮ %
c) ৬৬ %
d) ৩৪ % 
উঃ ৪৮ %

প্রশ্ন: যে পরিমাণ পৃথিবীর অ্যালবেডো মেঘ দ্বারা প্রতিফলিত হয় তা হল –
a) ২ %
b) ৭ % 
c) ২৫ %
d) ৩৪ %
উঃ ২৫ %

প্রশ্ন: যে পরিমাণ পৃথিবীর অ্যালবেডো বায়ুস্থিত ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয় তা হল –
a) ৩ %
b) ৭ % 
c) ২৫ %
d) ৩৪ %
উঃ ৩ %

প্রশ্ন: পাশাপাশি অবস্থিত অণুগুলির সংস্পর্শের মাধ্যমে উত্তাপের অপসারণকে বলা হয় –
a) অ্যাডভেকশন
b) বিকিরণ
c) পরিবহণ
d) পরিচলন
উঃ পরিবহণ

প্রশ্ন: কোন পদ্ধতিতে তাপ কোনো জড়মাধ্যম ছাড়াও ঠান্ডা স্থানে সঞ্চালিত হয় ?
a) অ্যাডভেকশন
b) বিকিরণ
c) পরিচলন
d) পরিবহণ
উঃ অ্যাডভেকশন

প্রশ্ন: উপর থেকে নীচে ও নীচ থেকে উপরে বায়ু চলাচলের মাধ্যমে বায়ুমণ্ডল উষ্ণ হবার পদ্ধতিকে বলা হয় -
a) বিকিরণ
b) পরিচলন
c) তাপশোষণ
d) পরিবহণ
উঃ পরিচলন

প্রশ্ন: বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি?
a) থার্মোমিটার
b) ফারেনহাইট
c) হাইগ্রোমিটার
d) অ্যানিমোমিটার
উঃ থার্মোমিটার

প্রশ্ন: ফারেনহাইট স্কেলের হিমাঙ্ক কত?
a) 0 ° F 
b) ১২ ° F 
c) ৩২ ° F 
d) ২১২ ° F
উঃ ৩২ ° F 

প্রশ্ন: সেন্টিগ্রেড স্কেলের স্ফুটনাঙ্ক কত?
a) ১২ ° C
b) ৩২ ° C
c) ১০০ ° C
d) ২১২ ° C
উঃ ১০০ ° C

প্রশ্ন: যে রেখার মাধ্যমে সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যুক্ত করা হয় তাকে কি বলে? 
a) সমপ্রেষ রেখা
b) সমষ্ণরেখা
c) সমোন্নতি রেখা
d) সমবর্ষণ রেখা
উঃ সমষ্ণরেখা

প্রশ্ন: ২৩ ,১/২ ° – ৬৬ ১ / ২ ° উত্তর অক্ষরেখার মধ্যবর্তী স্থান যে তাপবলয়ের অন্তর্গত -
a) উষ্ণমণ্ডল
b) উত্তর হিমমণ্ডল
c) দক্ষিণ নাতিশীতোয়মণ্ডল
d) উত্তর নাতিশীতোয়মণ্ডল
উঃ উত্তর নাতিশীতোয়মণ্ডল

প্রশ্ন: ৪৫ ° – ৬৬ ১ / ২ ° পর্যন্ত অঞ্চলকে বলা হয় –
a) শীতল নাতিশীতোয়মণ্ডল 
b) উষ্ণ নাতিশীতোয়মণ্ডল
c) উষ্ণমণ্ডল
d) উত্তর হিমণ্ডলের অন্তর্গত
উঃ শীতল নাতিশীতোয়মণ্ডল 

প্রশ্ন: কোন নির্দিষ্ট পরিমাণ উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের মোট পরিমাণকে বলা হয় – 
a) সাপেক্ষ
b) নিরপেক্ষ
c) আপেক্ষিক
d) বিশেষ আর্দ্রতা
উঃ নিরপেক্ষ

প্রশ্ন: প্রতি ৩০০ ফুট উচ্চতায় কত ডিগ্রি উষ্ণতা হ্রাস পায়?
a) ১ ° F হারে
b) ২ ° F হারে
c) ৩ ° F হারে
d) ৬.৪ ° F হারে
উঃ ৩ ° F হারে

প্রশ্ন: নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ জলরাশি তার সমপরিমাণ স্থলভাগ অপেক্ষা কত বেশি তাপ গ্রহণ করে ?
a) ½ গুন
b) 1 গুন
c) 1/3 গুণ
d) 1/4 গুণ
উঃ 1/4 গুণ

প্রশ্ন: যে আবহবিজ্ঞানী পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিভাগ করেন তার নাম –
a) কোপেন
b) ডেভিস
c) পাওয়েল
d) গিলবার্ট
উঃ কোপেন

প্রশ্ন: শীতকালে আমাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় কেন?
a) বায়ুর উষ্ণতা হ্রাস পায় বলে
b) জলীয়বাষ্প খুব কম থাকে
c) জলীয়বাষ্প খুব বেশি থাকে
d) কোনোটিই নয়
উঃ জলীয়বাষ্প খুব কম থাকে

প্রশ্ন: যে জলবায়ু অঞ্চলে ঋতুপরিবর্তন লক্ষ করা যায় না তা হল –
a) ভূমধ্যসাগরীয়
b) ক্রান্তীয় মৌসুমি
c) নিরক্ষীয়
d) চিনদেশীয়
উঃ নিরক্ষীয়

প্রশ্ন: প্রধানত যে বিষয়ের ওপর বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ নির্ভর করে তা হল –
a) অক্ষাংশ
b) বায়ুপ্রবাহ
c) জলভাগ ও স্থলভাগের বণ্টন
d) মানুষের কার্যাবলি
উঃ জলভাগ ও স্থলভাগের বণ্টন

প্রশ্ন: কোন জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র ?
a) নিরক্ষীয়
b) ক্রান্তীয় মৌসুমি
c) ভূমধ্যসাগরীয়
d) উষ্ণ মরু
উঃ ভূমধ্যসাগরীয়

প্রশ্ন: বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকলে –
a) বাষ্পীভবন ধারন ক্ষমতা বেশি হয়
b) বাষ্পীভবন ধারন ক্ষমতা কমে যায়
c) কোনো প্রভাব ফেলে না
d) বাষ্পীভবন ধারন ক্ষমতাএকই থাকে
উঃ বাষ্পীভবন ধারন ক্ষমতা কমে যায়

প্রশ্ন: যে জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম সেটি হল –
a) তুন্দ্রা
b) নিরক্ষীয়
c) স্টেপ
d) ক্রান্তীয় মরু
উঃ নিরক্ষীয়

প্রশ্ন: বায়ুর উষ্ণতা বেড়ে গেলে জলীয়বাষ্প ধারন ক্ষমতা কি হয় ?
a)  কমে যায়
b) বেড়ে যায়
c) মাঝারি হয়
d) একই থাকে
উঃ বেড়ে যায়

প্রশ্ন: যে জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুব কম হয় – 
a) ভূমধ্যসাগরীয়
b) নিরক্ষীয়
c) উষ্ণ মরু
d) ক্রান্তীয় মৌসুমি
উঃ উষ্ণ মরু

প্রশ্ন: পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে –
a) ঘনীভবন
b) অধঃক্ষেপণ
c) তুষারপাত
d) বাষ্পীভবন
উঃ ঘনীভবন

প্রশ্ন: যে জলবায়ু অঞ্চলে দুপুরে সর্বোচ্চ উষ্ণতা ৫০ ° C পর্যন্ত হয় সেটি হল –
a) পশ্চিম ইউরোপীয়
b) তুন্দ্রা
c) উষ্ণ মরু 
d) নিরক্ষীয়
উঃ উষ্ণ মরু 

প্রশ্ন: জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হওয়ার সময় লীন তাপ কি হয় ?
a) গ্রহণ করে
b) ত্যাগ করে
c) জলীয়বাষ্পের ঘনীভবনের সঙ্গে লীন তাপ সম্পর্কিত নয়
d) কখনও গ্রহণ করে, কখনও ত্যাগ করে
উঃ ত্যাগ করে

প্রশ্ন: কোন্ জলবায়ু অঞ্চল বছরের অর্ধেকের বেশি সময় বরফে ঢাকা থাকে?
a) নিরক্ষীয়
b) তুন্দ্রা
c) ভূমধ্যসাগরীয়
d) ক্রান্তীয় মরু
উঃ তুন্দ্রা

প্রশ্ন: পরিপৃক্ত বায়ুর আর্দ্রতা কত?
a) 10%
b) 40%
c) 85%
d) 100%
উঃ 100%

প্রশ্ন: কোন্ দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়?
a) ভারত
b) চিন
c) মালয়েশিয়া
d) রাশিয়া
উঃ মালয়েশিয়া

প্রশ্ন: সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
a) 90%
b) 80%
c) 70%
d) 100%
উঃ 100%

প্রশ্ন: যে জলবায়ু অঞ্চলটি সমুদ্র উপকূলে অবস্থিত সেটি হল –
a) স্টেপ জলবায়ু
b) ক্রান্তীয় মরু
c) মহাদেশীয়
d) ভূমধ্যসাগরীয়
উঃ ক্রান্তীয় মরু

প্রশ্ন: নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় ?
a) ঘূর্নবাত বৃষ্টি
b) শৈলোৎক্ষেপ বৃষ্টি
c) শিলাবৃষ্টি
d) পরিচলন বৃষ্টি
উঃ পরিচলন বৃষ্টি

প্রশ্ন: কোন্ জলবায়ু অঞ্চলে সারাবছর বৃষ্টি হয় ?
a) ক্রান্তীয় মরু
b) নিরক্ষীয়
c) তুন্দ্রা
d) মহাদেশীয়
উঃ মহাদেশীয়

প্রশ্ন: চেরাপুঞ্জিতে যে প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় –
a) ঘূর্নবাত বৃষ্টি
b) শৈলোৎক্ষেপ বৃষ্টি
c) শিলাবৃষ্টি
d) পরিচলন বৃষ্টি
উঃ শৈলোৎক্ষেপ বৃষ্টি

প্রশ্ন: বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি?
a) অ্যানিমোমিটার
b) থার্মোমিটার
c) হাইগ্রোমিটার
d) ব্যারোমিটার
উঃ ব্যারোমিটার

প্রশ্ন: কোন সময় ভুমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়?
a) শীতকালে
b) বর্ষাকালে
c) বসন্তকালে
d) গ্রীষ্মকালে
উঃ শীতকালে

প্রশ্ন: ভূপৃষ্ঠে কটি বায়ুচাপ বলয় রয়েছে?
a) ৫ টি
b) ৭ টি
c) ১ টি
d) ৩ টি
উঃ ৭ টি

প্রশ্ন: কোথায় চিনদেশীয় জলবায়ু দেখা যায়?
a) অস্ট্রেলিয়ার পার্থ- এ
b) অস্ট্রেলিয়ার পূর্বভাগে
c) মরক্কোতে
d) ভারতে
উঃ অস্ট্রেলিয়ার পূর্বভাগে

প্রশ্ন: ৪০ ° দক্ষিণ অক্ষরেখাকে কি বলে ?
a) অশ্ব অক্ষাংশ
b) তীব্র চিৎকারকারী ষাট
c) গর্জনশীল চল্লিশা
d) ক্রোধোন্মত্ত পঞ্চাশ
উঃ গর্জনশীল চল্লিশা

প্রশ্ন: কোন জলবায়ু অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদ জন্মায় ?
a) উষ্ণ মরু
b) মৌসুমি
c) স্তেপ
d) আর্দ্র নিরক্ষীয়
উঃ মৌসুমি

প্রশ্ন: নিয়তবায়ুর উদাহরণ হল
a) মৌসুমি বায়ু 
b) আয়ন বায়ু
c) জেট বায়ু
d) লু বায়ু
উঃ আয়ন বায়ু

প্রশ্ন: উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কি?
a) ব্যস্তানুপাতিক
b) সমানুপাতিক
c) ধনাত্মক
d) সম্পর্কযুক্ত নয়
উঃ ব্যস্তানুপাতিক

প্রশ্ন: কোন অক্ষরেখার মধ্যে মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় অবস্থান করে ?
a) 0 ° -১০ °
b) ২৫ ° – ৩৫ °
c) ৬০ ° -৭o °
d) ৮০ ° –৯০ °
উঃ ৬০ ° -৭o °

প্রশ্ন: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ 
a) ১ মিলিবার
b) ১ মিটার
c) ১ সেমি
d) ১ মিমি 
উঃ ১ সেমি

প্রশ্ন: কখন স্থলবায়ু প্রবাহিত হয় ?
a) দুপুরে
b) রাত্রে
c) সকালে
d) বিকালে
উঃ রাত্রে

প্রশ্ন: কখন সমুদ্রবায়ু প্রবাহিত হয় ?
a) ভোরে
b) দুপুরে
c) রাত্রে
d) সন্ধ্যায়
উঃ দুপুরে

প্রশ্ন: একপ্রকার সাময়িক বায়ুর উদাহরণ হল -
a) মিস্ট্রাল
b) আয়ন বায়ু 
c) স্থল বায়ু
d) ঘূর্ণবায়ু
উঃ স্থল বায়ু

প্রশ্ন: পশ্চিমা বায়ু হল এক ধরনের
a) নিয়ত বায়ু 
b) স্থানীয় বায়ু
c) সাময়িক বায়ু
d) আকস্মিক বায়ু
উঃ নিয়ত বায়ু 

প্রশ্ন: উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ কত ?
a) ঘণ্টায় ১৬ কিমি
b) ঘণ্টায় ১৫ কিমি
c) ঘণ্টায় ১৭ কিমি
d) ঘণ্টায় ১২ কিমি
উঃ ঘণ্টায় ১৬ কিমি

প্রশ্ন: উত্তর গোলার্ধে যে দিক থেকে পশ্চিমাবায়ু প্রবাহিত হয় –
a) উত্তর – পূর্ব
b) দক্ষিণ – পশ্চিম
c) দক্ষিণ – পূর্ব
d) উত্তর – পশ্চিম
উঃ দক্ষিণ – পশ্চিম

প্রশ্ন: বাতাসের বেগ মাপার যন্ত্রের নাম কি?
a) অ্যানিমোমিটার
b) ব্যারোমিটার
c) বাতপতাকা
d) হাইগ্রোমিটার
উঃ অ্যানিমোমিটার

প্রশ্ন: রাইন নদীর উপত্যকায় কোন বায়ু প্রবাহিত হয়?
a) পম্পেরো
b) ফন
c) বোয়া
d) চিনুক
উঃ পম্পেরো

প্রশ্ন: কোন নিয়তবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে ?
a) আয়ন বায়ু
b) মৌসুমি বায়ু
c) পশ্চিমা বায়ু
d) মেরু বায়ু 
উঃ আয়ন বায়ু

প্রশ্ন: অশ্ব অক্ষাংশ কোথায় দেখা যায় ?
a) ০ ° -১০ ° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে
b) ২৫ ° –৩৫ ° উত্তর অক্ষাংশে
c) ৬০ ° – ৭০ ° উত্তর অক্ষাংশে
d) ৮০ ° – ৯০ ° দক্ষিণ অক্ষাংশে
উঃ ২৫ ° –৩৫ ° উত্তর অক্ষাংশে

প্রশ্ন: বায়ুর আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কোন এককে ?
a) মিটার গ্রাম এককে 
b) শতকরা এককে 
c) ঘনমিটার এককে
d) গ্রাম এককে 
উঃ শতকরা এককে 

প্রশ্ন: বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? 
a) সাইক্রোমিটার
b) হাইগ্রোমিটার
c) ব্যারোমিটার
d) অ্যানিমোমিটার
উঃ হাইগ্রোমিটার

প্রশ্ন: পর্বতের ঢালে যে প্রকার বৃষ্টিপাত হয় তাকে কি বলে? 
a) শৈলোৎক্ষেপ বৃষ্টি
b) ঘূর্ণ বৃষ্টি
c) শিলা বৃষ্টি
d) পরিচলন বৃষ্টি
উঃ শৈলোৎক্ষেপ বৃষ্টি

প্রশ্ন: নিরক্ষীয় অঞ্চলে কোন সময় বৃষ্টির পরিমাণ সর্বাধিক হয়
a) দুপুরে
b) সন্ধ্যায়
c) রাত্রিবেলায়
d) সকালে
উঃ দুপুরে

প্রশ্ন: নিচের কোনটি অধঃক্ষেপণের রূপ নয়
a) বৃষ্টিপাত
b) শিলাবৃষ্টি
c) তুষারপাত
d) কুয়াশা
উঃ কুয়াশা

প্রশ্ন: সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণবৃষ্টির উৎস স্থল হল -
a) ক্রান্তীয় অঞ্চল
b) মরু অঞ্চল
c) নাতিশীতোষ্ণ অঞ্চল
d) হিমমণ্ডল
উঃ ক্রান্তীয় অঞ্চল

প্রশ্ন: নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন সময় পরিচলন বৃষ্টি হয়?
a) বসন্তের শুরুতে
b) গ্রীষ্মের শুরুতে
c) শরতের শুরুতে
d) শীতের শুরুতে
উঃ গ্রীষ্মের শুরুতে

প্রশ্ন: মানচিত্রে সমান বৃষ্টিপাত রেখাকে বলা হয় - 
a) সমোয় রেখা
b) সমবর্ষণ রেখা
c) সমষে রেখা
d) কোনোটিই নয়
উঃ সমবর্ষণ রেখা

প্রশ্ন: মৌসুমি বায়ুর প্রভাবে যে প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটে তা হল –
a) শৈলোৎক্ষেপ
b) ঘূর্ণবাত
c) পরিচলন
d) কোনোটিই নয়
উঃ শৈলোৎক্ষেপ

প্রশ্ন: বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হল –
a) সাইক্লোমিটার
b) অল্টিমিটার
c) রেনগজ
d) ব্যারোমিটার
উঃ অল্টিমিটার

প্রশ্ন: যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয় তাকে কি বলে?
a) অধঃক্ষেপণ
b) শিশিরাঙ্ক
c) বাষ্পীভবন
d) হিমাঙ্ক
উঃ শিশিরাঙ্ক

প্রশ্ন: শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা হল
a) ৫০ %
b) ৮৫ %
c) ১০০ %
d) ১২০ % 
উঃ ১০০ %

প্রশ্ন: কোন স্থানে জলীয় বাষ্পের জোগান অপরিবর্তিত রেখে উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা –
a) বাড়ে
b) কমে
c) একই থাকে
d) কোনোটিই নয়
উঃ কমে

প্রশ্ন: নিম্নের কোন্‌টি মেঘের মাধ্যমে ঘটে না ?
a) বৃষ্টি
b) ধোঁয়াশা
c) কুয়াশা
d) শিলাবৃষ্টি
উঃ কুয়াশা

প্রশ্ন: নিম্নের কোনটি অধঃক্ষেপণের অন্তর্ভুক্ত ? 
a) শিশির
b) শিলাবৃষ্টি
c) তুষারপাত
d) কুয়াশা
উঃ শিলাবৃষ্টি

প্রশ্ন: শিশিরকণা বরফরূপে জমাটবদ্ধ হলে তাকে কি বলা হয় ?
a) মেঘ
b) তুহিন
c) শিলাবৃষ্টি
d) তুষারপাত
উঃ তুহিন

প্রশ্ন: কোন্ বায়ুমণ্ডলীয় ঘটনাটি স্বাস্থের পক্ষে ক্ষতিকর ? 
a) শিশির
b) কুয়াশা
c) ধোঁয়াশা
d) শিলাবৃষ্টি
উঃ ধোঁয়াশা

প্রশ্ন: বৃষ্টির সঙ্গে বড়ো বড়ো বরফকণা ঝরে পড়লে তাকে কি বলে?
a) তুষারপাত
b) শিলাবৃষ্টি
c) শিট
d) কোনোটিই নয় 
উঃ শিলাবৃষ্টি

প্রশ্ন: পরিচলন বৃষ্টির যে প্রকার পরিলিখিত মেঘ থেকে উৎপত্তি ঘটে তা হল –
a) সিরোস্ট্যাটাস
b) সিরাস
c) অল্টোকিউমুলাস
d) কিউমুলোনিম্বাস
উঃ কিউমুলোনিম্বাস

প্রশ্ন: নিম্নলিখিত যে বিষয়টি পশ্চিমঘাট পর্বতের পূর্বঢালের সাথে সম্পর্কিত সেটি হল –
a) কিউমুলোনিম্বাস
b) বৃষ্টিচ্ছায় অঞ্চল
c) পরিচলন বৃষ্টি অঞ্চল
d) শৈলোৎক্ষেপ বৃষ্টি অঞ্চল
উঃ কিউমুলোনিম্বাস

কথোপকথনে যোগ দিন