মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রশ্ন উত্তর 2025

মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর গুলি দেওয়া হলো
মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর 

মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর 2025 WBBSE Madhyamik Geography chapter 5 MCQ question and answers. মাধ্যমিক ভূগোল এর পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হলো। নিচে দেওয়া এই প্রশ্নগুলি আগামী 2025 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় খুবই আসার সম্ভবনা রয়েছে। তোমারা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা নিচে দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়লে নিশ্চয়ই অনেক ভালো রেজাল্ট করতে পারবে। 

মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় ভারত

প্রশ্ন: ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা রেখা হল -
a) ৮২ ° ২৮ ′ পূর্ব
b) ৮২ ° ৩২ ′ পূর্ব
c) ৮২ ° ৩০ ′ পূর্ব
d) ৮২ ° ৩৪ ′ পূর্ব
উঃ ৮২ ° ৩২ ′ পূর্ব

প্রশ্ন: বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা -
a) ৬ টি
b) ৭ টি
c) ৮ টি
d) ৯ টি
উঃ ৮ টি

প্রশ্ন: অক্ষাংশগত দিক থেকে ভারত যে গোলার্ধ অবস্থিত -
a) উত্তর গোলার্ধে
b) দক্ষিণ গোলার্ধে
c) পূর্ব গোলার্ধে
d) পশ্চিম গোলার্ধে
উঃ পূর্ব গোলার্ধে

প্রশ্ন: কোন শহরের ওপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা প্রসারিত হয়েছে ?
a) লখনউ
b) আমেদাবাদ
c) দিল্লি
d) এলাহাবাদ
উঃ এলাহাবাদ

প্রশ্ন: পূর্বে গুজরাটের কচ্ছেররণ থেকে পশ্চিমে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতের প্রস্থ কত ?
a) ২৯৩৩ কিমি
b) ২৯৩৬ কিমি
c) ৩২১২ কিমি
d) ৩৫১২ কিমি
উঃ ৩৫১২ কিমি

প্রশ্ন: ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল -
a) তিরুবনন্তপুরম
b) রামেশ্বরম
c) কন্যাকুমারিকা অন্তরীপ
d) ইন্দিরা পয়েন্ট
উঃ কন্যাকুমারিকা অন্তরীপ

প্রশ্ন: পৃথিবীতে আয়তনে ভারতের স্থান হল -
a) সপ্তম
b) অষ্টম
c) নবম
d) দশম
উঃ সপ্তম

প্রশ্ন: ভারত ও পাকিস্তান সীমারেখাকে বলা হয় -
a) র‍্যাডক্লিফ লাইন
b) ডুরান্ড লাইন
c) ম্যাকমোহন লাইন
d) কোনোটাই নয়
উঃ র‍্যাডক্লিফ লাইন

প্রশ্ন: ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারির আগে ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা ছিল?
a) ১৪
b) ২৬
c) ২৭
d) ২৮
উঃ ১৪

প্রশ্ন: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে ?
a) ৯ ° চ্যানেল
b) ১০ ° চ্যানেল
c) পক্‌প্রণালী
d) সমব্রেরো চ্যানেল
উঃ পক্‌প্রণালী

প্রশ্ন: কিসের ভিত্তিতে ১৯৫৬ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন হয়েছিল ?
a) জাতির ভিত্তিতে
b) সীমানার ভিত্তিতে
c) ভাষার ভিত্তিতে
d) শিক্ষার ভিত্তিতে
উঃ ভাষার ভিত্তিতে

প্রশ্ন: ভারতের বৃহত্তম ক্ষেত্রমান রাজ্যটি হল -
a) গুজরাট
b) উত্তরপ্রদেশ
c) রাজস্থান
d) মধ্যপ্রদেশ
উঃ রাজস্থান

প্রশ্ন: ১৯৫৬ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠনের সময় রাজ্যপাল শাসিত অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি ছিল?
a) ১৪টি 
b) ১৫টি 
c) ১৬টি 
d) ১৭টি 
উঃ ১৬টি

প্রশ্ন: কোন সালে ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়েছিল?
a) ১৯৫৩ খ্রিস্টাব্দে
b) ১৯৫৪ খ্রিস্টাব্দে
c) ১৯৫৫ খ্রিস্টাব্দে
d) ১৯৫৬ খ্রিস্টাব্দে
উঃ ১৯৫৩ খ্রিস্টাব্দে

প্রশ্ন: কর্নাটক রাজ্যের পূর্বনাম কি ছিল?
a) কুর্গ
b) ইউনাইটেড প্রভিন্স
c) মহীশূর
d) ত্রিবাঙ্কুর
উঃ কুর্গ

প্রশ্ন: ঝাড়খণ্ড রাজ্যের রাজধানীর নাম হল -
a) পাটনা
b) রাঁচি
c) রায়পুর
d) জামসেদপুর
উঃ রাঁচি

প্রশ্ন: বর্তমানে ভারতের মোট রাজ্যের সংখ্যা কয়টি?
a) ২৭
b) ২৮
c) ২৯
d) ৩০
উঃ ২৯

প্রশ্ন: কোন রাজ্যটি মধ্যপ্রদেশ রাজ্য গঠিত হয়েছে ?
a) তেলেঙ্গানা
b) উত্তরাখণ্ড
c) ঝাড়খণ্ড
d) ছত্তিশগড়
উঃ ছত্তিশগড়

প্রশ্ন: ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
a) মাউন্ট এভারেস্ট
b) নন্দাদেবী
c) কাঞ্চনজঙ্ঘা
d) গডউইন অস্টিন
উঃ গডউইন অস্টিন

প্রশ্ন: উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি বলে?
a) খাদার
b) ভাঙ্গার
c) ভাবর
d) তরাই
উঃ খাদার

প্রশ্ন: পূর্ব পশ্চিমে হিমালয় পর্বতের দীর্ঘ হল -
a) 2000 কিমি
b) 2500 কিমি
c) 3000 কিমি
d) 4000 কিমি
উঃ 2500 কিমি

প্রশ্ন: চিড কারাকোরাম পর্বতশ্রেণি যে রাজ্যে অবস্থিত তা হল -
a) জম্মু ও কাশ্মীর
b) সিকিম
c) ধান্দ
d) উত্তরাখণ্ড
উঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্ন: হিমালয় পর্বতমালার মোট ক্ষেত্রফল কত?
a) 4 লক্ষ বর্গ কিমি
b) 5 লক্ষ বর্গ কিমি
c) 6 লক্ষ বর্গ কিমি
d) 7 লক্ষ বর্গ কিমি
উঃ 7 লক্ষ বর্গ কিমি

প্রশ্ন: যে পর্বতের সাতটি শ্রেণি রয়েছে তা হল -
a) নীলগিরি পর্বত
b) আরাবল্লী পর্বতশ্রেণি
c) সাতপুরা পর্বত
d) বিন্ধ্য পর্বত
উঃ সাতপুরা পর্বত

প্রশ্ন: হিমালয়ের সর্ব দক্ষিণে পশ্চিম থেকে পূর্বে সারি বেঁধে যে পর্বতগুলি সৃষ্টি হয়েছে তাকে বলে -
a) হিমাদ্রি হিমালয়
b) নাঙ্গা পর্বত
c) টেথিস হিমালয়
d) শিবালিক পর্বত
উঃ শিবালিক পর্বত

প্রশ্ন: হিমালয়ের পূর্বসীমা বিস্তৃত হল -
a) নামচাবারোয়া পর্যন্ত
b) কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত
c) শিবালিক পর্যন্ত
d) নাঙ্গা পর্বত পর্যন্ত
উঃ নামচাবারোয়া পর্যন্ত

প্রশ্ন: ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কি ?
a) পালনি পর্বত
b) নাঙ্গা পর্বত
c) আনাইমুদি
d) ধবলগিরি পর্বত
উঃ পালনি পর্বত

প্রশ্ন: কোন মালভূমি জয়ন্তিয়া, গারো, মিকির প্রভৃতি পাহাড়ে ঘেরা ?
a) মেঘালয়
b) ভাঙ্গার
c) ছোটোনাগপুর
d) তিব্বত
উঃ মেঘালয়

প্রশ্ন: ভারতের বৃহত্তম মালভূমির নাম কি ?
a) তিব্বত মালভূমি
b) সিয়াচেন মালভূমি
c) দাক্ষিণাত্য মালভূমি
d) লাডাক মালভূমি
উঃ দাক্ষিণাত্য মালভূমি

প্রশ্ন: ভারতের দীর্ঘতম সুড়ঙ্গের নাম হল -
a) ইন্দিরা টানেল
b) রাজীব টানেল
c) জওহর টানেল
d) অতল টানেল
উঃ জওহর টানেল

প্রশ্ন: যে গিরিপথ লাদাখের রাজধানী লেহ-কে কাশ্মীরের সঙ্গে যুক্ত করেছে সেটি হল -
a) বুলন্দপীর
b) জোজিলা
c) পিরপাঞ্জাল
d) জওহর
উঃ জোজিলা

প্রশ্ন: ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ হল -
a) পুলিকট
b) কোলেরু
c) ভেম্বানাদ
d) চিল্কা
উঃ কোলেরু

প্রশ্ন: পৃথিবীর সর্বাধিক বৃষ্টি যুক্ত স্থান কোনটি ?
a) কোদাইকানাল
b) চেরাপুঞ্জি
c) শিলং
d) কুলু মানালি
উঃ চেরাপুঞ্জি

প্রশ্ন: কারাকোরামের উত্তরে ভারত ও চিন সীমান্তে কোন পর্বত অবস্থিত ?
a) বিন্ধ্য পর্বত
b) আরাবল্লি পর্বত
c) নাঙ্গা পর্বত
d) আগিল পর্বত
উঃ আগিল পর্বত

প্রশ্ন: মালাবার উপকূল কোন রাজ্যে অবস্থিত ?
a) মহারাষ্ট্রে রাজ্যে
b) কেরল রাজ্যে
c) কর্ণাটক রাজ্যে
d) তামিলনাড়ু রাজ্যে
উঃ কেরল রাজ্যে

প্রশ্ন: সিন্ধুনদ ও শিয়ক নদীর মাঝে যে পর্বতশ্রেণি অবস্থিত তা হল -
a) লাডাক পর্বতশ্রেণি
b) বিন্ধ্য পর্বত
c) আরাবল্লি পর্বতশ্রেণি
d) নাঙ্গা পর্বত
উঃ লাডাক পর্বতশ্রেণি

প্রশ্ন: দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল -
a) নীলগিরি
b) আনাইমুদি
c) দোদাবেতা
d) ভাতুলমালা
উঃ আনাইমুদি

প্রশ্ন: ভারতের উচ্চতম মালভূমির নাম কোনটি ?
a) লাডাক
b) জম্মু
c) আকসাই
d) সিয়াচেন
উঃ লাডাক

প্রশ্ন: কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে কি বলে ?
a) ময়দান
b) মালনদ
c) ডেকেনট্র্যাপ
d) কোনোটিই নয়
উঃ মালনদ

প্রশ্ন: লাডাক পর্বতশ্রেণির প্রধান গিরিপথের নাম কি ?
a) শিবালিক
b) মিশমি
c) খারদুংলা
d) ডাফলা
উঃ খারদুংলা

প্রশ্ন: হিমালয়ের সর্ব উত্তরের গিরিশ্রেণি হল -
a) হিমাচল হিমালয়
b) শিবালিক হিমালয়
c) টেথিস হিমালয়
d) হিমাদ্রি হিমালয়
উঃ টেথিস হিমালয়

প্রশ্ন: হিমালয় শব্দের অর্থ কী ?
a) পর্বত
b) সর্বোচ্চ শৃঙ্গ
c) উচ্চভূমি
d) বরফের বাসস্থান
উঃ বরফের বাসস্থান

প্রশ্ন: ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় কোনটি ?
a) বিহারীনাথ
b) মহাবালেশ্বর
c) রাজমহল
d) পরেশনাথ
উঃ পরেশনাথ

প্রশ্ন: থর মরুভূমির পশ্চিমে বৃক্ষহীন শুষ্ক অঞ্চলকে কি বলে?
a) রোহি
b) হামাদা
c) বাগার
d) মরুস্থলী
উঃ মরুস্থলী

প্রশ্ন: ভাঙ্গার অঞ্চলকে পাঞ্জাবে কি বলা হয় ?
a) ধান্দ
b) বেট
c) ধায়া
d) খাদার
উঃ ধায়া

প্রশ্ন: আরাবল্লীর পশ্চিম অংশের প্লাবন অঞ্চলকে বলে -
a) রোহি
b) হামাদা
c) তরাই
d) বাগার
উঃ রোহি

প্রশ্ন: বিন্ধ পর্বত হল -
a) সঞ্চয় জাত পর্বত
b) ভঙ্গিল পর্বত
c) স্তূপ পর্বত
d) ক্ষয়জাত পর্বত
উঃ স্তূপ পর্বত

প্রশ্ন: আর্মাকোন্ডা পর্বতের উচ্চতম শৃঙ্গ হল -
a) পূর্বঘাট
b) আরাবল্লি
c) শিবালিক
d) পশ্চিমঘাট
উঃ পূর্বঘাট

প্রশ্ন: পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
a) ভাভুলমালা
b) কলসুবাই
c) কুন্দ্রেমুখ
d) সালহের
উঃ ভাভুলমালা

প্রশ্ন: ধুঁয়াধর জলপ্রপাত কোথায় অবস্থিত ?
a) কুলু উপত্যকায়
b) তাপ্তি উপত্যকায়
c) নর্মদা উপত্যকায়
d) মানালি উপত্যকায়
উঃ নর্মদা উপত্যকায়

প্রশ্ন: গেরসোপ্পা জলপ্রপাত কোন নদী থেকে উৎপন্ন হয়েছে?
a) সরাবতী নদী থেকে
b) সবরমতী নদী থেকে
c) তাপ্তি নদী থেকে
d) নর্মদা নদী থেকে
উঃ সরাবতী নদী থেকে

প্রশ্ন: মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল কোনটি?
a) পুশমীকোটা
b) ভেম্বানাদ
c) অষ্টমুদি
d) কায়মকুলম
উঃ ভেম্বানাদ

প্রশ্ন: ভারতের কোন রাজ্যে মরুভূমির বেশিরভাগ অংশ অবস্থিত ?
a) রাজস্থান
b) ওড়িশা
c) পাঞ্জাব
d) গুজরাট
উঃ রাজস্থান

প্রশ্ন: রাজস্থানের শুষ্ক হ্রদকে কি বলে?
a) রণ
b) ধান্দ
c) বাগার
d) হামাদা
উঃ ধান্দ

প্রশ্ন: ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ হল -
a) কোলেরু
b) পুলিকট
c) ভেম্বানাদ
d) চিন্তা
উঃ কোলেরু

প্রশ্ন: যে পর্বতটি ‘ বসুন্ধরা ধবলশীর্ষ ‘ নামে পরিচিত তা হল -
a) পামির
b) হিমাদ্রি হিমালয়
c) কারাকোরাম
d) মাউন্ট এভারেস্ট শৃঙ্গ
উঃ কারাকোরাম

প্রশ্ন: আন্দামান ও নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
a) নারকোল্ডাম
b) গিরনার
c) স্যাডেল পিক
d) ব্যারেন
উঃ স্যাডেল পিক

প্রশ্ন: আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল -
a) গুরুশিখর
b) বিহারীনাথ
c) মাউন্ট আবু
d) রাজমহল
উঃ গুরুশিখর

প্রশ্ন: শিবালিক হিমালয়ের অপর নাম কী?
a) মলয়াদ্রি
b) অব হিমালয়
c) সহ্যাদ্রি
d) ট্রান্স হিমালয়
উঃ অব হিমালয়

প্রশ্ন: নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতের ফাঁককে বলা হয় -
a) হালঘাট
b) পালঘাট
c) ভোরঘাট
d) কোনোটাই নয়
উঃ পালঘাট

প্রশ্ন: কর্ণাটক মালভূমির ঢেউখেলানো ভূভাগকে কী বলে?
a) ডেকেনট্র্যাপ
b) মালনাদ
c) ব্যাডল্যান্ড
d) ময়দান
উঃ মালনাদ

প্রশ্ন: শিবালিক ও হিমাচলের মধ্যে কোন উপত্যকা অবস্থিত ?
a) গুহা
b) দুন উপত্যকা
c) গিরিপথ
d) তাল
উঃ দুন উপত্যকা

প্রশ্ন: পপ্রণালী যে দুটি দেশের মাঝে আবস্থিত তা হল -
a) মিনিকয় ও লাক্ষাদ্বীপ
b) ভারত ও শ্রীলঙ্কা
c) ভারত ও মায়ানমার
d) আন্দামান ও নিকোবর
উঃ ভারত ও শ্রীলঙ্কা

প্রশ্ন: হিমালয় পর্বত হল –
a) সঞ্চয়জাত পর্বত
b) নবীন ভঙ্গিল পর্বত
c) প্রাচীন ভঙ্গিল পর্বত
d) স্তূপ পর্বত
উঃ নবীন ভঙ্গিল পর্বত

প্রশ্ন: হিমালয়ের পূর্ব সীমা বিস্তৃত হল -
a) নামচাবারোয়া
b) নাঙ্গা পর্বত
c) কাঞ্চনজঙ্ঘা
d) শিবালিক পর্বত
উঃ নামচাবারোয়া

প্রশ্ন: যে পর্বতশ্রেণি ট্রান্স হিমালয় নামে পরিচিত সেটি হল -
a) কারাকোরাম পর্বতশ্রেণি
b) পিরপাঞ্জাল পর্বতশ্রেণি
c) লাভাক পর্বতশ্রেণি
d) জাস্কর পর্বতশ্রেণি
উঃ কারাকোরাম পর্বতশ্রেণি

প্রশ্ন: পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল -
a) কুন্দ্রেমুখ
b) ভাভুলমালা
c) কলসুবাই
d) সালহের
উঃ ভাভুলমালা

প্রশ্ন: হিমালয় পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি ?
a) গডউইন অস্টিন
b) কাঞ্চনজঙ্ঘা
c) নাঙ্গা পর্বত
d) মাউন্ট এভারেস্ট
উঃ কাঞ্চনজঙ্ঘা

প্রশ্ন: যে দুটি স্থানকে সিয়াচেন হিমবাহ যুক্ত করেছে তা হল -
a) জম্মু ও কাশ্মীর
b) হিমাচল প্রদেশে
c) পাকিস্তানে
d) জোজিলা
উঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্ন: তিব্বতে সাথে ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল - 
a) কামেট
b) কাঞ্চনজঙ্ঘা
c) অন্নপূর্ণা
d) মাউন্ট এভারেস্ট
উঃ কাঞ্চনজঙ্ঘা

প্রশ্ন: মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত ?
a) নেপাল
b) ভারত
c) ভুটান
d) চিন
উঃ নেপাল

প্রশ্ন: যে গিরিপথ লাদাখের রাজধানী লেহ কেকাশ্মীরের সঙ্গে যুক্ত করেছে তা হল -
a) বুলন্দপীর
b) জোজিলা
c) জওহর
d) পিরপাঞ্জাল
উঃ জোজিলা

প্রশ্ন: কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায় ?
a) তরাই অঞ্চলে
b) ভাবর অঞ্চলে
c) দুন উপত্যকা
d) কাশ্মীর উপত্যকায়
উঃ কাশ্মীর উপত্যকায়

প্রশ্ন: চমু কুলু উপত্যকা কোথায় অবস্থিত ?
a) হিমাচল প্রদেশ
b) উত্তরাঞ্চল
c) সিকিম
d) জম্মু ও কাশ্মীর
উঃ হিমাচল প্রদেশ

প্রশ্ন: ভারতের উচ্চতম সড়ক সেতুর নাম কি?
a) লেপু লেক
b) নাথুলা
c) সিকিম
d) খারদুংলা
উঃ খারদুংলা

প্রশ্ন: ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল -
a) চাংলা
b) থাংলা
c) বানিহাল পাস
d) জোজিলা
উঃ থাংলা

প্রশ্ন: মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল -
a) শিলং
b) খাসি
c) গারো
d) মাউন্ট আবু
উঃ শিলং

প্রশ্ন: সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
a) পিরপাঞ্জাল
b) কারাকোরাম
c) হিমালয়
d) লাডাক
উঃ কারাকোরাম

প্রশ্ন: পঞ্ঞ নদের দেশ কাকে বলে?
a) জম্মু ও কাশ্মীর
b) পাঞ্জাব
c) উত্তরাখণ্ড
d) অন্ধ্রপ্রদেশ
উঃ পাঞ্জাব

কথোপকথনে যোগ দিন