মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর MCQ

মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর উপগ্রহ ও ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্র থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর গুলি দেওয়া হলো
মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর 

মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর 2025 WBBSE Madhyamik Geography chapter 6 MCQ question and answers. মাধ্যমিক ভূগোল এর ষষ্ঠ অধ্যায় উপগ্রহ ও ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্র থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হলো। নিচে দেওয়া এই প্রশ্নগুলি আগামী 2025 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় খুবই আসার সম্ভবনা রয়েছে। তোমারা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা নিচে দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়লে নিশ্চয়ই অনেক ভালো রেজাল্ট করতে পারবে। 

মাধ্যমিক ভূগোল ষষ্ঠ অধ্যায় উপগ্রহ ও ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্র MCQ 

প্রশ্ন: পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
a) ইনস্যাট
b) আর্যভট্ট
c) স্পুটনিক
d) ল্যান্ডস্যাট-1
উঃ স্পুটনিক

প্রশ্ন: ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ?
a) ইনস্যাট
b) আর্যভট্ট
c) স্পুটনিক
d) ল্যান্ডস্যাট-1
উঃ আর্যভট্ট

প্রশ্ন: স্যাটেলাইট শব্দের ফরাসি অর্থ কি ?
a) নজর
b) প্রহরী
c) দ্বাররক্ষী
d) উপগ্রহ
উঃ প্রহরী

প্রশ্ন: R. F. 1: 50000 শিটের অক্ষাংশ-দ্রাঘিমাগত বিস্তার কত ?
a) 30’×30′
b) 1°×1
c) 15’×15′
d) 4°×4°
উঃ 15’×15′

প্রশ্ন: কোনটি একটি প্রাকৃতিক উপগ্রহ ?
a) বৃহস্পতি
b) পৃথিবী
c) চাঁদ
d) প্লুটো
উঃ চাঁদ

প্রশ্ন: ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থার নাম হল – 
a) IRS
b) SOI
c) GSS
d) ISRO
উঃ ISRO

প্রশ্ন: ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আন্তর্জাতিক স্কেল হল -
a) 1:100000
b) 1:1000000
c) 1:50000
d) 1:200000
উঃ 1:1000000

প্রশ্ন: দূর সংবেদন শব্দের অর্থ কী ?
a) দূর থেকে স্পর্শ
b) দুর থেকে স্পর্শ না করে অনুধাবন করা 
c) কৃত্রিম উপগ্রহ
d) কোনোটিই নয় 
উঃ দুর থেকে স্পর্শ না করে অনুধাবন করা 

প্রশ্ন: ভূবৈচিত্র্যচসূক মানচিত্রের দক্ষিণ এশিয়া সিরিজের স্কেল কত ?
a) 1:1000000
b) 1:100000
c) 1:10000
d) 1:200000
উঃ 1:200000

প্রশ্ন: কোন মানচিত্রের সাহায্যে কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় –
a) মৌজা ম্যাপ
b) উপগ্রহচিত্র
c) আবহাওয়া
d) টোপোগ্রাফিক্যাল
উঃ টোপোগ্রাফিক্যাল

প্রশ্ন: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি হল -
a) NASA
b) RS
c) SOI
d) ISRO
উঃ NASA

প্রশ্ন: রিমোর্ট সেন্সিং মানচিত্রে গভীর অরণ্যরাজি যে রং দেখানো হয় তা হল -
a) লাল
b) সবুজ
c) নীল
d) কালো
উঃ লাল

প্রশ্ন: মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে রাখা হয় তাকে বলা হয় - 
a) সমকেন্দ্র
b) সেন্সর
c) প্ল্যাটফর্ম
d) স্পট
উঃ প্ল্যাটফর্ম

প্রশ্ন: ভারত এবং প্রতিবেশী দেশগুলির ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজের স্কেল হল -
a) 1:100000
b) 1:200000
c) 1:10000
d) 1:1000000
উঃ 1:100000


প্রশ্ন: Topographical ‘ শব্দটির অর্থ কি ?
a) ভূমিরূপের গঠন
b) রাজনৈতিক সীমানা
c) উপগ্রহচিত্র
d) স্থান বিবরণী
উঃ স্থান বিবরণী

প্রশ্ন: LANDSAT-1 উপগ্রহটি ভারতের কিসের ছবি তোলে ?
a) সেনাবাহিনীর গতিপথের
b) মৃত্তিকা ক্ষয়ের
c) শত্রুপক্ষের র‍্যাডারের
d) বনভূমির
উঃ মৃত্তিকা ক্ষয়ের

প্রশ্ন: কোনটি ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্র নির্মাণ করার পদ্ধতি ?
a) অনুমিত পদ্ধতি
b) অ্যানালগ পদ্ধতি
c) ডিজিট্যাল পদ্ধতি
d) কোনোটিই নয়
উঃ অ্যানালগ পদ্ধতি

প্রশ্ন: ভারতীয় সর্বেক্ষণ বিভাগ ( SI ) কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
a) ১৯৬৭
b) ১৮৬৭
c) ১৯৯৭
d) ১৭৬৭
উঃ ১৯৬৭

প্রশ্ন: ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন ?
a) রাকেশ শর্মা
b) ভ্যালেনন্তিনা তেরেসকোভা
c) আর্গো
d) ইউরি গ্যাগারিন
উঃ রাকেশ শর্মা

প্রশ্ন: নিচের কোনটি 73E / 2 টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল -
a) ১ : ১০০০০০
b) ১ : ৫০০০০
c) ১ : ২৫০০০
d) ১ : ৫০০০০০
উঃ ১ : ৫০০০০

প্রশ্ন: কোন সাল থেকে উপগ্রহ চিত্রের উন্নতি শুরু হয় ?
a) 1960 সাল থেকে
b) 1965 সালের পর থেকে
c) 1970 সালের পর থেকে
d) 1947 সালের পর থেকে
উঃ 1960 সাল থেকে

প্রশ্ন: কত সালে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ স্থাপিত হয় ?
a) 1667 সালে 
b) 1867 সালে 
c) 1767 সালে
d) 1967 সালে
উঃ 1767 সালে

প্রশ্ন: পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমারেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে বলা হয় - 
a) গ্রিড
b) সেন্সর
c) ভূ – সমলয় কক্ষপথ
d) সংবেদক
উঃ গ্রিড

প্রশ্ন: মিলয়ন শিটে (ভূবৈচিত্রসূচক মানচিত্রে) অক্ষাংশগত- দ্রাঘিমাগত বিস্তার -
a) 30’×30′
b) 1°×1
c) 15’×15′
d) 4°×4°
উঃ 4°×4°

প্রশ্ন: ভারতের প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম হল -
a) GMS
b) GOES – E
c) INSAT
d) NOAA
উঃ INSAT

প্রশ্ন: নাসা প্রেরিত প্রথম উপগ্রহটি হল-
a) NOAA
b) LISS-II
c) TRIOS-1
d) IRS-IA
উঃ TRIOS-1

প্রশ্ন: ভূপৃষ্ঠ থেকে কত কিমি ওপরে ভূসমলয় উপগ্রহগুলি অবস্থান করছে ?
a) 40000
b) 12000
c) 6000
d) 600
উঃ 40000

প্রশ্ন: কি থেকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয় ?
a) উপগ্রহ চিত্র থেকে
b) বিমানচিত্র থেকে
c) জরিপ থেকে
d) কোনােটিই না
উঃ জরিপ থেকে

প্রশ্ন: ব্যবহার অনুসারে কৃত্রিম উপগ্রহকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
উঃ ২

প্রশ্ন: ভারতের মহাশূন্য থেকে ছবি তােলার কাজ শুরু হয় কত সালে ?
a) 1950
b) 1970
c) 1960
d) 1990
উঃ 1990

প্রশ্ন: আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের অপর নাম হল -
a) ইঞ্জি শিট
b) মিলিয়ন শিট
c) ডিগ্রি শিট
d) নতুন সিরিজ শিট
উঃ মিলিয়ন শিট

প্রশ্ন: মিলিয়ন শিটে মানচিত্রের মেট্রিক স্কেল কত ?
a) 1 সেমিতে 10 কিমি
b) 1 সেমিতে 2.5 কিমি
c) 1 সেমিতে 1 কিমি
d) 1 সেমিতে 500 মিটার
উঃ 1 সেমিতে 10 কিমি

প্রশ্ন: বর্তমান সময়ে ভূসমলয় উপগ্রহের সংখ্যা কয়টি?
a) 4 টি
b) 5 টি
c) 6 টি
d) 7 টি
উঃ 6 টি

প্রশ্ন: ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম হল -
a) INSAT
b) GOMS
c) GMS
d) METEOSAT
উঃ INSAT

প্রশ্ন: দুর সংবেদনে ফ্রান্স থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটি ?
a) IRS
b) SARAL
c) SPOT
d) LANDSAT
উঃ SPOT

প্রশ্ন: জাপানের ভূসমলয় উপগ্রহের নাম কি ?
a) GMS
b) GSI
c) NOAA
d) INSAT
উঃ GMS

প্রশ্ন: বনভূমি বা কোনো ধরনের গাছ উপগ্রহচিত্রে কোন্ বর্ণের দেখায় ?
a) সাদা
b) হালকা বাদামি
c) লাল
d) সবুজ
উঃ লাল

প্রশ্ন: উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় -
a) রেসলিউশন
b) পিক্সেল
c) সেন্সর
d) স্পট
উঃ পিক্সেল

প্রশ্ন: সূর্য সমলয় উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় অবস্থিত ?
a) 36000 কিমি ওপরে
b) 700-900 কিমি ওপরে
c) 40000 কিমি ওপরে
d) 500-700 কিমি ওপরে
উঃ 700-900 কিমি ওপরে

প্রশ্ন: মাধ্যমে ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন উপাদানকে চিহ্নিত করা হয় তা হল - 
a) নানান রং
b) আলোকচিত্র
c) গ্রাফ
d) প্রতীক চিহ্ন 
উঃ প্রতীক চিহ্ন 

প্রশ্ন Survey of India- র প্রধান দপ্তর অবস্থিত -
a) দিল্লি
b) চেন্নাই
c) দেরাদুন
d) কলকাতা
উঃ দেরাদুন

প্রশ্ন: সূর্য সমলয় উপগ্রহগুলি কোনদিকে ঘুরছে ?
a) উত্তর থেকে দক্ষিণে ঘুরছে
b) পশ্চিম থেকে পূর্বে ঘুরছে
c) দক্ষিণ থেকে উত্তরে ঘুরছে
d) পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে
উঃ পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে

প্রশ্ন: রাতে ছবি তোলার জন্য যে যন্ত্রটি বিশেষভাবে ব্যবহার করা হয় সেটি হল -
a) র‍্যাডার
b) বায়ব ক্যামেরা
c) মাল্টিস্পেকট্রাল
d) বৈদ্যুতিক ক্যামেরা
উঃ র‍্যাডার

প্রশ্ন: টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় – পর্বত কোন্ রঙের হয়
a) হালকা হলুদ
b) গাঢ় খয়েরি বা বাদামি 
c) গাঢ় লাল 
d) ধূসর
উঃ গাঢ় খয়েরি বা বাদামি 

প্রশ্ন: ISRO- র সদর দপ্তর অবস্থিত -
a) মুম্বাই
b) কলকাতা
c) বেঙ্গালুরু
d) আমেদাবাদ
উঃ বেঙ্গালুরু

প্রশ্ন: আন্তর্জাতিক সিরিজ অনুযায়ী পৃথিবীর মোট মানচিত্রের সংখ্যা হল -
a) ৩২২২
b) ২২৩২
c) ২৩২২
d) ২২২২
উঃ ২২২২

প্রশ্ন: মেরুকক্ষ পরিক্রমণকারী উপগ্রহগুলি উত্তর-দক্ষিনে পৃথিবীকে প্রতিদিন কত বার প্রদক্ষিণ করে ?
a) 1 বার
b) 10 বার 
c) 14-18 বার
d) 13 বার 
উঃ 14-18 বার

প্রশ্ন: ভারতে ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্রে মোট গ্রিডের সংখ্যা হল -
a) ১৪৫
b) ১৪০
c) ১৩০
d) ১৩৫
উঃ ১৩৫

প্রশ্ন: ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা কোন রঙের মাধ্যমে দেখানো হয়ে থাকে -
a) লাল
b) বাদামি
c) নীল
d) কালো
উঃ বাদামি

প্রশ্ন: ডিগ্রি শিটের RF কত ?
a) ১ : ৫০,০০
b) ১ : ২,৫০,০০০
c) ১ : ১০,০০,০০০
d) ১ : ১,০০,০০০
উঃ ১ : ২,৫০,০০০

প্রশ্ন: কত সালে SPOT উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় ?
a) 1978 সালে
b) 1990 সালে
c) 1996 সালে
d) 1986 সালে
উঃ 1986 সালে

প্রশ্ন: ■■■ এই প্রতীক চিহ্টি কি নির্দেশ করে ?
a) নির্মীয়মাণ রেলপথ
b) ট্রামলাইন
c) ব্রডগেজ সিঙ্গল লাইন
d) ডবল লাইন 
উঃ ডবল লাইন 

প্রশ্ন: বায়ুমণ্ডলের যে স্তর মহাকাশ থেকে পৃথিবীতে সংবেদিত পাঠগুলি প্রেরণ করতে সাহায্য করে তা হল –
a) ম্যাগনেটোস্ফিয়ার
b) ট্রপোস্ফিয়ার
c) এক্সোস্ফিয়ার
d) ওজোনোস্ফিয়ার
উঃ ম্যাগনেটোস্ফিয়ার

প্রশ্ন: SPOT উপগ্রহের মূল কাজ কি ?
a) কৃষিকাজের জন্য
b) আবহাওয়ার হালহকিকৎ জানার জন্য
c) শিল্পের জন্য
d) আন্তর্জাতিক বাণিজ্যের জন্য
উঃ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য

প্রশ্ন: কোনো অঞ্চলের সমান উচ্চতাবিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় , তাকে কি বলা হয় — 
a) সমোন্নতি রেখা 
b) সমোয় রেখা 
c) সমোচ্চতা রেখা
d) সচাপ রেখা 
উঃ সমোন্নতি রেখা 

প্রশ্ন: সমুদ্রতলের সাপেক্ষে কোনো নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে বলা হয় —
a) আপেক্ষিক উচ্চতা
b) জরিপ স্টেশন
c) বিন্দু
d) বেঞ্চমার্ক
উঃ বেঞ্চমার্ক

কথোপকথনে যোগ দিন