মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় MCQ
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর গুলি দেওয়া হলো
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় MCQ
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2025 WBBSE Madhyamik history chapter 1 MCQ question and answers. মাধ্যমিক ইতিহাস এর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হলো। নিচে দেওয়া এই প্রশ্নগুলি আগামী 2025 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় খুবই আসার সম্ভবনা রয়েছে। তোমারা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা নিচে দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়লে নিশ্চয়ই অনেক ভালো রেজাল্ট করতে পারবে।
দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর MCQ
প্রশ্ন: ইতিহাস বলা হয়
a) ভবিষ্যৎ – বিশ্লেষণ
b) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান
c) অতীতের বাস্তবতার অনুসন্ধান
d) কোনোটিই নয়
উঃ অতীতের বাস্তবতার অনুসন্ধান
প্রশ্ন: ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থটি হল
a) রামায়ণ
b) মহাভারত
c) বেদ
d) রাজ তরঙ্গিনী
উঃ রাজ তরঙ্গিনী
প্রশ্ন: আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম কোন সালে পালিত হয়?
a) ১৭৬৫
b) ১৯৭৬
c) ১৯৭৫
d) ১২৪৫
উঃ ১৯৭৫
প্রশ্ন: আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
a) সংবাদপত্র
b) ব্যক্তিগত পত্র
c) স্মৃতিকথা
d) সরকারি নথিপত্র
উঃ সরকারি নথিপত্র
প্রশ্ন: ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত -
a) পুনাতে
b) দিল্লিতে
c) নাগপুর
d) কলকাতাতে
উঃ দিল্লিতে
প্রশ্ন: সাধারণ ধারনায় ইতিহাস কি?
a) অতীতের কথা
b) রাজনীতি
c) দেশীয় সাহিত্য
d) বর্তমান কথা
উঃ অতীতের কথা
প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস প্রথম কবে পালিত হয়েছিল?
a) ১লা মে, ১৯২৩
b) ১২ ই জানুয়ারি, ১৯৯৮
c) ৫ ই জুন, ১৯৭৪
d) কোনটাই নয়
উঃ ৫ ই জুন, ১৯৭৪
প্রশ্ন: ” ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়”- একথা কে বলেছে?
a) ট্রাভেলিয়ান
b) বিউরি
c) র্যাঙ্কে
d) ই. এইচ. কার
উঃ বিউরি
প্রশ্ন: ইতিহাস চর্চাকারী ব্যক্তি কি নামে পরিচিত?
a) নৃ – তাত্ত্বিক
b) ভূ – তত্ত্ববিদ
c) ঐতিহাসিক
d) প্রত্নতাত্ত্বিক
উঃ ঐতিহাসিক
প্রশ্ন: ‘History from Bellow’ (1966 খ্রিস্টাব্দ) প্রবন্ধটির রচয়িতা কে?
a) ই. এইচ. কার
b) মার্ক ব্লখ
c) রণজিৎ গুহ
d) ই. পি. থমসন
উঃ ই. পি. থমসন
প্রশ্ন: ইতিহাসের জনক নামে কে পরিচিত ?
a) থুকিডিডিস
b) জোশেফাস
c) ট্যাসিটাস ফ্ল্যাবিয়াস
d) হেরোডোটাস
উঃ হেরোডোটাস
প্রশ্ন: ‘সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
a) ১৯৮০ খ্রিস্টাব্দে
b) ১৯৮৬ খ্রিস্টাব্দে
c) ১৯৭৬ খ্রিস্টাব্দে
d) ১৯৮৮ খ্রিস্টাব্দে
উঃ ১৯৭৬ খ্রিস্টাব্দে
প্রশ্ন: কাকে ভারতে নিন্মবর্গের ইতিহাস চর্চার জনক বলে?
a) অমলেশ ত্রিপাঠী
b) রণজিৎ গুহ
c) জ্ঞানেন্দ্র পাণ্ডে
d) রামচন্দ্র গুহ
উঃ রণজিৎ গুহ
প্রশ্ন: ভারতে নিন্মবর্গের ইতিহাসচর্চা শুরু হয় কবে?
a) ১৯৮২ খ্রিস্টাব্দে
b) ১৯৯০ খ্রিস্টাব্দে
c) ১৯৭০ খ্রিস্টাব্দে
d) ১৯৬০ খ্রিস্টাব্দে
উঃ ১৯৮২ খ্রিস্টাব্দে
প্রশ্ন: “খেলা যখন ইতিহাস” গ্রন্থটি লিখেছেন -
a) রামচন্দ্র গুহ
b) কৌশিক বন্দ্যোপাধ্যায়
c) সৌভিক লাহা
d) বোরিয়া মজুমদার
উঃ কৌশিক বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন: ‘ হিস্টোরিয়া ‘ ( Historia ) নামক শব্দ থেকে ‘ হিস্ট্রি ‘ ( History ) কথার উদ্ভব , শব্দটি কোন ভাষা?
a) স্পেনীয় শব্দ
b) গ্রিক শব্দ
c) জার্মান শব্দ
d) ইংরেজি শব্দ
উঃ গ্রিক শব্দ
প্রশ্ন: ক্রিকেট খেলা প্রথম কোথায় শুরু হয়?
a) ইংল্যাণ্ড
b) ওয়েস্ট ইন্ডিজ
c) ভারত
d) অস্ট্রেলিয়া
উঃ ইংল্যাণ্ড
প্রশ্ন: পেশাদারি ইতিহাস রচনা শুরু করে -
a) জুরগেন কোকা
b) মার্ক ব্লখ
c) লুসিয়েন ফেভর
d) লিওপোল্ড র্যাঙ্কে
উঃ লিওপোল্ড র্যাঙ্কে
প্রশ্ন: কারা ভারতে ফুটবল খেলার সূত্রপাত ঘটিয়েছিল?
a) ডাচরা
b) ফরাসিরা
c) ব্রিটিশরা
d) পোর্তুগিজরা
উঃ ব্রিটিশরা
প্রশ্ন: ঐতিহাসিক তথ্য বলতে কি বোঝায়?
a) সমসাময়িক ঘটনা
b) ঐতিহাসিক গল্প – কথা
c) অতীতের নথিবদ্ধ তথ্য
d) অতীত ঘটনা
উঃ অতীতের নথিবদ্ধ তথ্য
প্রশ্ন: ‘হকির জাদুকর’ কাকে বলা হয় ?
a) কে. ডি. সিং
b) ধনরাজ পিল্লাই
c) লেসলি ক্লডিয়াস
d) ধ্যানচাঁদ
উঃ ধ্যানচাঁদ
প্রশ্ন: ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্ভরকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
a) উপাদানের প্রাচুর্য
b) পাঠকদের মানসিকতা
c) উপাদানের দুষ্প্রাপ্যতা
d) তথ্যের ব্যবহারকারী
উঃ তথ্যের ব্যবহারকারী
প্রশ্ন: কত খ্রিস্টাব্দে মোহনবাগান প্রথমবার আইএফএ শিল্ড জয় করে?
a) ১৯০০ খ্রিস্টাব্দে
b) ১৯২০ খ্রিস্টাব্দে
c) ১৯২১ খ্রিস্টাব্দে
d) ১৯১১ খ্রিস্টাব্দে
উঃ ১৯১১ খ্রিস্টাব্দে
প্রশ্ন: বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বইয়ের নাম কি?
a) পাক প্রণালী
b) পাক রাজেশ্বর
c) আমিশ নিরামিষ
d) বামাবোধিনী
উঃ পাক রাজেশ্বর
প্রশ্ন: ‘কেকের দেশ’ কাকে বলা হয়?
a) ভারত
b) অস্ট্রেলিয়া
c) স্কটল্যাণ্ড
d) ফ্রান্স
উঃ স্কটল্যাণ্ড
প্রশ্ন: “ ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন ” — এই মন্তব্যটি কার ?
a) এডমন্ড বার্ক
b) লর্ড অ্যাকটন
c) ই . এইচ . কার
d) থুকিডিডিস
উঃ ই . এইচ . কার
প্রশ্ন: ‘নমো হিন্দুস্থান’ গানটির রচয়িতা হলেন -
a) সরলা দেবী চৌধুরানি
b) রজনীকান্ত সেন
c) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
d) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ সরলা দেবী চৌধুরানি
প্রশ্ন: ভারতের প্রথম রেল যোগাযোগ কোথায় শুরু হয়েছিল?
a) বোম্বে থেকে দিল্লি
b) দিল্লি থেকে কলকাতা
c) দিল্লি থেকে থানে
d) বোম্বে থেকে থানে
উঃ বোম্বে থেকে থানে
প্রশ্ন: কে নাট্যশাস্ত্রকে ‘পঞ্চম বেদ’ বলেছে?
a) ভরতমুনি
b) ব্যাসদেব
c) কৌটিল্য
d) কালিদাস
উঃ ভরতমুনি
প্রশ্ন: “ তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন ” – এটি কার মন্তব্য ?
a) জি . এম . ট্রেভেলিয়ান
b) জে . বি . বিউরি
c) ডব্লু , হান্টার
d) লর্ড অ্যাকটন
উঃ জি . এম . ট্রেভেলিয়ান
প্রশ্ন: ‘ অ্যানালস ‘ পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে উঠেছিল ?
a) রাশিয়াতে
b) ফ্রান্সে
c) জার্মানিতে
d) ইংল্যান্ডে
উঃ ফ্রান্সে
প্রশ্ন: ‘ বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির লেখক কে?
a) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
b) আশুতোষ মুখোপাধ্যায়
c) আশুতোষ ভট্টাচার্য
d) সত্যজীবন মুখোপাধ্যায়
উঃ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন: কত খ্রিস্টাব্দে ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রন আইন’ পাস হয়?
a) ১৮৭০ খ্রিস্টাব্দে
b) ১৮৮০ খ্রিস্টাব্দে
c) ১৮৭৬ খ্রিস্টাব্দে
d) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উঃ ১৮৭৬ খ্রিস্টাব্দে
প্রশ্ন: অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য কি ছিল?
a) সামাজিক ইতিহাস
b) লোকসংস্কৃতি
c) সামরিক ইতিহাস
d) আঞ্চলিক ইতিহাস
উঃ সামাজিক ইতিহাস
প্রশ্ন: ‘অঙ্গার’ নাটকটির পরিচালক কে?
a) শম্ভু মিত্র
b) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
c) উৎপল দত্ত
d) বিজন ভট্টাচার্য
উঃ উৎপল দত্ত
প্রশ্ন: কারা নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু ?
a) ভদ্রলোক
b) সাধারণ মানুষ
c) চাকরিজীবী
d) বুদ্ধিজীবী
উঃ সাধারণ মানুষ
প্রশ্ন: ‘নবান্ন’ নাটকের বিষয়বস্তু হল-
a) সাঁওতাল বিদ্রোহ
b) ফরাসি বপ্লব
c) পঞ্চাশের মম্বন্তর
d) সিপাহি বিদ্রোহ
উঃ পঞ্চাশের মম্বন্তর
প্রশ্ন: কবে প্রথম ক্রিকেটের নিয়ম রচিত হয়?
a) ১৭১৫ খ্রিস্টাব্দে
b) ১৭৪৪ খ্রিস্টাব্দে
c) ১৭৫০ খ্রিস্টাব্দে
d) ১৭২১ খ্রিস্টাব্দে
উঃ ১৭৪৪ খ্রিস্টাব্দে
প্রশ্ন: দাদাসাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত?
a) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত
b) চলচ্চিত্রের সঙ্গে যুক্ত
c) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত
d) ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত
উঃ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত
প্রশ্ন: কত সালে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় ?
a) ১৭২০
b) ১৭২১
c) ১৭২২
d) ১৭১৫
উঃ ১৭২১
প্রশ্ন: ভারতের প্রথম চলচিত্র কোনটি?
a) বিল্বমঙ্গল
b) রাজা হরিশচন্দ্র
c) আলম আরা
d) জামাইষষ্ঠি
উঃ রাজা হরিশচন্দ্র
প্রশ্ন: ভারত অলিম্পিক গেমস – এ প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেই কবে?
a) ১৯২০ খ্রিস্টাব্দে
b) ১৯২৮ খ্রিস্টাব্দে
c) ১৯৩২ খ্রিস্টাব্দে
d) ১৯৩০ খ্রিস্টাব্দে
উঃ ১৯২৮ খ্রিস্টাব্দে
প্রশ্ন: ‘ভূবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক হলেন -
a) সত্যজিৎ রায়
b) ঋত্বিক ঘটক
c) বিমল রায়
d) মৃণাল সেন
উঃ মৃণাল সেন
প্রশ্ন: ভারতে প্রথম প্রদর্শিত চলচ্চিত্র হল -
a) সাড়ে চুয়াত্তর
b) পথের পাঁচালী
c) মেলোডি অব লাভ
d) জামাইষষ্ঠী
উঃ মেলোডি অব লাভ
প্রশ্ন: ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?
a) পথের পাঁচালী
b) জামাইষষ্ঠি
c) আলম আরা
d) হরিশচন্দ্র
উঃ আলম আরা
প্রশ্ন: নিম্নের কোথায় ভারী পোশাক ব্যবহার করা হয়?
a) শীতপ্রধান এলাকায়
b) নাতিশীতোয় আবহাওয়ায়
c) মরুভূমি এলাকায়
d) উষ্ণ আবহাওয়ায়
উঃ শীতপ্রধান এলাকায়
প্রশ্ন: সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান যে চলচ্চিত্রের জন্য সেটি হল -
a) চিড়িয়াখানা
b) জলসাঘর
c) গণশত্রু
d) পথের পাঁচালী
উঃ পথের পাঁচালী
প্রশ্ন: বাঙালির জাতীয় পোশাক কি?
a) ধুতি – পাঞ্জাবি
b) শেরওয়ানি
c) শার্ট – প্যান্ট
d) পাজামা – পাঞ্জাবি
উঃ ধুতি – পাঞ্জাবি
প্রশ্ন: যামিনী রায় যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তা হল -
a) চলচ্চিত্র শিল্প
b) নৃত্যশিল্প
c) নাট্যশিল্প
d) চিত্রশিল্প
উঃ চলচ্চিত্র শিল্প
প্রশ্ন: ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে লাল টুপি কিসের প্রতীক ছিল ?
a) স্বাধীনতার প্রতীক
b) বিপ্লবের প্রতীক
c) মৈত্রীর প্রতীক
d) সাম্যের প্রতীক
উঃ স্বাধীনতার প্রতীক
প্রশ্ন: ভারতের প্রথম ফটোগ্রাফার কে ছিলেন?
a) মধু আস্বত
b) লালা দীনদয়াল
c) কে. ভি. আনন্দ
d) আহমেদ আলী খান
উঃ লালা দীনদয়াল
প্রশ্ন: কলকাতার ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
a) ১৯০৪ খ্রিস্টাব্দে
b) ১৯০৫ খ্রিস্টাব্দে
c) ১৯০১ খ্রিস্টাব্দে
d) ১৯০২ খ্রিস্টাব্দে
উঃ ১৯০১ খ্রিস্টাব্দে
প্রশ্ন: ইংল্যান্ডে নারীর ভোটাধিকারের পাশাপাশি পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয় কবে?
a) ১৮২০ – এর দশকে
b) ১৮৩০ – এর দশকে
c) ১৮৪০ – এর দশকে
d) ১৮৫০ – এর দশকে
উঃ ১৮৩০ – এর দশকে
প্রশ্ন: ‘পোর্টস, টাউনস, সিটিস’ গ্রন্থটির লেখক কে?
a) কৌশিক গঙ্গোপাধ্যায়
b) রয় পোর্টার
c) রামচন্দ্র গুহ
d) লক্ষ্মী সুব্রামানিয়াম
উঃ লক্ষ্মী সুব্রামানিয়াম
প্রশ্ন: কলকাতায় বৈদ্যুতিক ট্রাম কবে চালু হয়?
a) ১৮৭৮
b) ১৮৮০
c) ১৯০২
d) ১৮৫১
উঃ ১৯০২
প্রশ্ন: পণ্ডিত বিরজু মহারাজ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?
a) চিত্রশিল্প
b) চলচ্চিত্র
c) নৃত্যশিল্প
d) নাট্যশিল্প
উঃ নৃত্যশিল্প
প্রশ্ন: ‘এ হিস্ট্রি অফ কস্টিউম’ গ্রন্থের লেখক হলেন -
a) কার্ল কোহলার
b) আর. জে. ইভান্স
c) আর. গ্রোভ
d) এডুইন লুটিয়েন
উঃ কার্ল কোহলার
প্রশ্ন: ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়েছিল -
a) ১৮৩৬ খ্রিস্টাব্দে
b) ১৮৩০ খ্রিস্টাব্দে
c) ১৮৩৮ খ্রিস্টাব্দে
d) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উঃ ১৮৩০ খ্রিস্টাব্দে
প্রশ্ন: ‘অশান্ত অরণ্য জীবন’ গ্রন্থটি কার লেখা?
a) শমিতা সেন
b) দীপেন চক্রবর্তী
c) রামচন্দ্র গুহ
d) রণজিৎ গুহ
উঃ রামচন্দ্র গুহ
প্রশ্ন: ভারতে প্রথম কবে যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল?
a) ১৮৫৩ খ্রিস্টাব্দে
b) ১৮৬৩ খ্রিস্টাব্দে
c) ১৮১৩ খ্রিস্টাব্দে
d) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে
প্রশ্ন: বিবেকানন্দ আমেরিকার শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে অংশ নেন-
a) ১৮৯৩ খ্রিস্টাব্দে
b) ১৮৯৫ খ্রিস্টাব্দে
c) ১৮৯৬ খ্রিস্টাব্দে
d) ১৮৯৭ খ্রিস্টাব্দে
উঃ ১৮৯৩ খ্রিস্টাব্দে
প্রশ্ন: কে নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
a) জি. এস. সাঁধু
b) উমা প্রসাদ
c) বিরসা মুণ্ডা
d) মেধা পাটকর
উঃ মেধা পাটকর
প্রশ্ন: “মেঘে ঢাকা তারা” চলচ্চিত্রের পরিচালক হলেন -
a) ঋত্বিক ঘটক
b) মৃনাল সেন
c) তরুণ মজুমদার
d) সত্যজিৎ রায়
উঃ ঋত্বিক ঘটক
প্রশ্ন: ‘কোচবিহারের ইতিহাস’ এর লেখক হলেন -
a) নিখিল সরকার
b) বিপিনচন্দ্র পাল
c) ভবানীচরন বন্দ্যোপাধ্যায়
d) রাধারমন সাহা
উঃ ভবানীচরন বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন: ভারতে রেলপথ – টেলিগ্রাফ কে চালু করেছিলেন?
a) লর্ড ক্যানিং
b) লর্ড ডালহৌসি
c) লর্ড ডাফরিন
d) লর্ড আমহার্স্ট
উঃ লর্ড ডালহৌসি
প্রশ্ন: ‘ মিলিটারি হিস্ট্রি অফ ইণ্ডিয়া’ গ্রন্থের লেখক হলেন?
a) মাধব গ্যাডগিল
b) জি. এস. সাঁধু
c) যদুনাথ সরকার
d) রামচন্দ্র গুহ
উঃ যদুনাথ সরকার
প্রশ্ন: কত সালে টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায়?
a) ২০১৫ খ্রিস্টাব্দে
b) ১৯১৪ খ্রিস্টাব্দে
c) ২০১৩ খ্রিস্টাব্দে
d) ২০১৬ খ্রিস্টাব্দে
উঃ ২০১৩ খ্রিস্টাব্দে
প্রশ্ন: ‘ জীবনস্মৃতি’ কে রচনা করেন?
a) জওহরলাল নেহেরু
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) সুভাষচন্দ্র বসু
d) বিপিনচন্দ্র পাল
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: কোন শতকে ইউরোপে যানবাহনের ব্যবহার শুরু হয়?
a) সপ্তদশ শতকে
b) ষোড়শ শতকে
c) উনিশ শতকে
d) অষ্টাদশ শতকে
উঃ উনিশ শতকে
প্রশ্ন: ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
a) ১৮৭২ খ্রিস্টাব্দে
b) ১৮৯৫ খ্রিস্টাব্দে
c) ১৮৯০ খ্রিস্টাব্দে
d) ১৯০০ খ্রিস্টাব্দে
উঃ ১৮৭২ খ্রিস্টাব্দে
প্রশ্ন: বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় –
a) ১৬৮৮ খ্রিস্টাব্দে
b) ১৭০০ খ্রিস্টাব্দে
c) ১৬৯০ খ্রিস্টাব্দে
d) ১৭৫০ খ্রিস্টাব্দে
উঃ ১৬৮৮ খ্রিস্টাব্দে
প্রশ্ন: ‘লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার’ গ্রন্থটি কে রচনা করেন?
a) জওহরলাল নেহেরু
b) নেতাজী
c) খুশবন্ত সিং
d) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ জওহরলাল নেহেরু
প্রশ্ন: হাজার দুয়ারি বা নবাব প্যালেস ( ১৮৩৭ ক্লি . ) স্থাপত্যটি কোথায় অবস্থিত?
a) বিষ্ণুপুরে
b) মুরশিদাবাদে
c) অযোধ্যায়
d) দিল্লিতে
উঃ মুরশিদাবাদে
প্রশ্ন: যে সরকারের আমলে ভারতে গোয়েন্দা বিভাগ গঠিত হয়েছিল তা হল -
a) লর্ড রিপন
b) লর্ড ডাফরিন
c) লর্ড লিটন
d) লর্ড ক্যানিং
উঃ লর্ড ডাফরিন
প্রশ্ন: ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন হল -
a) নিবেদিতা ভবন
b) আড়াই দিন কা ঝোপড়া
c) বিদ্যাসাগর ভবন
d) কলকাতা মেডিকেল কলেজ
উঃ কলকাতা মেডিকেল কলেজ
প্রশ্ন: ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক হলেন -
a) র্যাচেল কারসন
b) হোয়াইট ক্লে
c) জেরাল্ডিন ফোর্বস
d) বি. আর. নন্দ
উঃ জেরাল্ডিন ফোর্বস
প্রশ্ন: কলকাতার প্রথম টাকশালটি কোথায় তৈরি হয় ?
a) ক্লাইভ রো – তে
b) হেস্টিংস স্ট্রিটে
c) স্ট্যান্ড রোডে
d) পার্ক স্ট্রিটে
উঃ স্ট্যান্ড রোডে
প্রশ্ন: ম্যাডনেস অ্যাণ্ড সিভিলাইজেশান’ গ্রন্থটি কার লেখা?
a) মার্ক ব্লখ
b) লাদুরি
c) ড. রণজিৎ গুহ
d) মিশেল ফুকো
উঃ মিশেল ফুকো
প্রশ্ন: কলকাতার বর্তমান টাকশালটি কোথায় অবস্থিত?
a) রাজারহাটে
b) আলিপুরে
c) দমদমে
d) সল্টলেক সিটিতে
উঃ আলিপুরে
প্রশ্ন: প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র কোনটি?
a) বিল্বমঙ্গল
b) আলম আরা
c) পথের পাঁচালী
d) জামাইষষ্ঠী
উঃ বিল্বমঙ্গল
প্রশ্ন: স্থানীয় ইতিহাসের আলোচ্য বিষয়গুলি হল –
a) স্থানীয় বিষয়
b) স্থানীয় ব্যক্তি বা সম্প্রদায়
c) স্থানীয় স্থাপত্য
d) এগুলির সবকটি
উঃ এগুলির সবকটি
প্রশ্ন: ” সোমপ্রকাশ” পত্রিকা হল –
a) মাসিক পত্রিকা
b) পাক্ষিক পত্রিকা
c) সাপ্তাহিক পত্রিকা
d) দৈনিক পত্রিকা
উঃ সাপ্তাহিক পত্রিকা
প্রশ্ন: উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা কে ছিলেন?
a) জ্যোতিরাও ফুলে
b) জে কৃষ্ণমূর্তি
c) মালবিকা কার্যকর
d) কোনটাই নয়
উঃ জে কৃষ্ণমূর্তি
প্রশ্ন: “ক্যালকাটা ক্রিকেট ক্লাব ” কোন সময় প্রতিষ্ঠিত হয়?
a) ১৭৯২ খ্রিস্টাব্দে
b) ১৮৯২ খ্রিস্টাব্দে
c) ১৭৯০ খ্রিস্টাব্দে
d) ১৯১৯ খ্রিস্টাব্দে
উঃ ১৭৯২ খ্রিস্টাব্দে
প্রশ্ন: জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি-
a) জীবনীগ্রন্থ
b) কাব্যগ্রন্থ
c) আত্মজীবনী
d) উপন্যাস
উঃ আত্মজীবনী
প্রশ্ন: ভারতে পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন হল-
a) একা আন্দোলন
b) ওয়াহাবি আন্দোলন
c) গঙ্গা আন্দোলন
d) নর্মদা বাঁচাও আন্দোলন
উঃ নর্মদা বাঁচাও আন্দোলন
প্রশ্ন: কবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন স্মৃতি’ গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল-
a) ১৩১৯
b) ১৩২০
c) ১৪১৮
d) ১৪২০
উঃ ১৩১৯
প্রশ্ন: তপন সিংহ কোন ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন?
a) দৃশ্য শিল্পের ইতিহাস
b) শিল্পচর্চার ইতিহাস
c) খেলার ইতিহাস
d) খেলাধূলার ইতিহাস
উঃ শিল্পচর্চার ইতিহাস
প্রশ্ন: কত সালে ইন্টারনেট শুরু হয়?
a) ১৯৮৭
b) ১৮৯০
c) ১৯৮৯
d) ১৯৬৫
উঃ ১৯৮৯
প্রশ্ন: নেহেরু তাঁর কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন?
a) ২০ টি
b) ৩০ টি
c) ২৫ টি
d) ৪০ টি
উঃ ৩০ টি
প্রশ্ন: বিপিনচন্দ্র পাল লিখেছেন-
a) আনন্দমঠ
b) জীবনস্মৃতি
c) এ নেশন ইন মেকিং
d) সত্তর বছর
উঃ সত্তর বছর
প্রশ্ন: বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথমবার কোথায় প্রকাশিত হয়েছিল?
a) সন্ধ্যাতে
b) প্রবাসীতে
c) হিতবাদীতে
d) বঙ্গদর্শনে
উঃ প্রবাসীতে
প্রশ্ন: ভারতের ধ্রুপদী নৃত্যকে কয় ভাগ করা হয়?
a) চার ভাগে
b) তিন ভাগে
c) পাঁচ ভাগে
d) দুই ভাগে
উঃ চার ভাগে
প্রশ্ন: ‘বঙ্গদর্শন’ প্রত্রিকা প্রথম সম্পাদক কে ছিলেন
a) বালগঙ্গাধর তিলক
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c) বিপিনচন্দ্র পাল
d) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্ন: কোন শহরকে ভারতের বাণিজ্য শহর বলা হয়?
a) গুজরাট কে
b) মুম্বাইকে
c) বিহার কে
d) কলকাতাকে
উঃ মুম্বাইকে
প্রশ্ন: কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত -
a) স্থানীয় ইতিহাসের
b) খেলাধূলার ইতিহাসের
c) পরিবেশের ইতিহাসের
d) সামরিক ইতিহাসের
উঃ স্থানীয় ইতিহাসের
প্রশ্ন: ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়?
a) সুরাটকে
b) লখনৌ কে
c) কলকাতাকে
d) মুম্বাইকে
উঃ কলকাতাকে
প্রশ্ন: ‘জীবনের ঝরাপাতা’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছিল তা হল -
a) সোমপ্রকাশ
b) দেশ
c) সংবাদ প্রভাকর
d) বঙ্গদর্শন
উঃ দেশ
প্রশ্ন: কে প্রথম পিচঢালা রাস্তা নির্মাণ করেন?
a) আইনস্টাইন
b) হামফ্রে ডেভি
c) জর্জ স্টিফেনশন
d) জন ম্যাক্যাডাম
উঃ জন ম্যাক্যাডাম
প্রশ্ন: ভারতের প্রথম সংবাদপত্র হল-
a) দিগদর্শন
b) বেঙ্গল গেজেট
c) সংবাদ প্রভাকর
d) সমাচার দর্পন
উঃ বেঙ্গল গেজেট
প্রশ্ন: কাকে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়?
a) সুমিত সরকার
b) অমলেশ ত্রিপাঠী
c) রামচন্দ্র গুহ
d) রনজিত গুহ
উঃ রনজিত গুহ
কথোপকথনে যোগ দিন